রেডমি স্মার্টটিভির এক্স সিরিজ লঞ্চ হল ভারতে, দাম শুরু ৩২,৯৯৯ টাকা থেকে

Sohini chakrabarty |

Mar 17, 2021 | 6:04 PM

এক্স সিরিজের মোট তিনটি ভ্যারিয়েন্টের টিভি লঞ্চ হয়েছে। X65, X55 এবং X50 এই তিনটি টিভি লঞ্চ করেছে রেডমি।

রেডমি স্মার্টটিভির এক্স সিরিজ লঞ্চ হল ভারতে, দাম শুরু ৩২,৯৯৯ টাকা থেকে
সব ভ্যারিয়েন্টের টিভিতেই রয়েছে 4K HDR ফিচার।

Follow Us

ভারতে স্মার্ট টিভি লঞ্চ করেছে রেডমি। এক্স সিরিজের মোট তিনটি ভ্যারিয়েন্টের টিভি লঞ্চ হয়েছে। X65, X55 এবং X50 এই তিনটি টিভি লঞ্চ করেছে রেডমি। ৫০ ইঞ্চির এলইডি টিভির দাম ৩২,৯৯৯ টাকা। ৫৫ ইঞ্চির টিভির দাম ৩৮,৯৯৯ টাকা। আর ৬৫ ইঞ্চির টিভির দাম ৫৭,৯৯৯ টাকা। সব ভ্যারিয়েন্টের টিভিতেই রয়েছে 4K HDR ফিচার।

২৫ মার্চ থেকে ড়েদমির এই স্মার্টটিভির উপরে সেল শুরু হবে অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজনে। এছাড়াও শাওমি অনলাইন স্টোর এবং এমআই হোম ও এমআই স্টুডিয়ো অফলাইন স্টোরেও থাকবে অফার। রেডমির এইসব স্মার্ট টিভিতে থাকছে ১২ বিট ডলবি ভিসন ফরম্যাট। এছাড়া রেডমি স্মার্ট টিভির এক্স সিরিজে থাকছে PatchWall UI এবং Android TV UI।

রেডমি স্মার্টটিভির এক্স সিরিজের ফিচার- 

১। ডলবি ভিসনের পাশাপাশি এই টিভিতে হাই ডায়নামিক রেঞ্জের কনটেন্টের জন্য থাকছে HDR10+ ফরম্যাট।

২। এই স্মার্টটিভিতে রয়েছে Reality Flow এবং Vivid Picture Engine। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরণের সাউন্ড ফরম্যাট। সেই তালিকায় রয়েছে ডলবি অডিয়ো এবং ইনবিল্ট স্পিকার। এছাড়াও রয়েছে Dolby Atmos pass এবং DTS Virtual:X।

৩। এই অ্যানড্রয়েড টিভিতে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট অ্যাকসেস করার সুবিধা। এছাড়াও মনে হচ্ছে শাওমির এই স্মার্ট টিভিতে PatchWall UI-ও অ্যাকসেস করা যাবে।

৪। এই টিভিতে থাকতে চলেছে 64-bit quad-core Mediatek processor। ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি স্টোরেজ থাকছে বিভিন্ন অ্যাপ এবং অ্যাপ ডেটার জন্য। গেমিং- এর জন্য বিশেষ ভাবে রয়েছে auto low-latency mode (ALLM)।

৫। রেডমির এক্স সিরিজের এই স্মার্টটিভিতে রয়েছে তিনটি HDMI 2.1 পোর্ট। সেখানে একটি পোর্টে eARC সাপোর্ট থাকবে। অন্য দু’টিতে থাকবে ইউএসবি পোর্ট। এছাড়াও এই টিভিতে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই কানেকশন, অপটিকাল এবং ৩.৫ মিলিমিটার অডিয়ো কানেকটিভিটি। ব্লুটুতজ ৫.০- র পরিষেবাও থাকছে রেডমির এই স্মার্ট টিভিতে।

Next Article