প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১০ সিরিজ। শাওমি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী ৪ মার্চ ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১০ সিরিজ। মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় এমনটা জানিয়েছেন শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ। ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের জন্য ইতিমধ্যেই তোরজোড় শুরু করে দিয়েছে এই সংস্থা। সোশ্যাল মিডিয়া মারফত গ্যাজেট প্রেমীদের জন্য শুরু হয়েছে ক্যাম্পেন। ‘ব্লক ইওর ক্যালেন্ডার’ বার্তা সমেত পাঠানো হচ্ছে ইনভাইট।
রেডমি নোট ৯- এর ব্যাপক সাফল্যের পর এবার নোট ১০ সিরিজ আনতে চলেছে রেডমি। গতবছর অর্থাৎ ২০২০ সালের মার্চ মাসে লঞ্চ হয়েছিল রেডমি ৯ প্রো এবং রেডমি ৯ প্রো ম্যাক্স। এবার আসছে নোট ১০ সিরিজ। শাওমি ইন্ডিয়ার তরফে টুইট করে লঞ্চের দিনক্ষণ জানিয়েছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন। নিজের টুইটার হ্যান্ডেল থেকেও টুইট করেছেন তিনি।
যদিও রেডমি নোট ১০ সিরিজে ক’টি মডেল থাকবে তা অবশ্য এখনও জানায়নি সংস্থা। তবে অনুমান করা হচ্ছে, প্রাথমিক ভাবে হয়তো দু’টি মডেল লঞ্চ করা হবে। সম্ভাব্য দু’টি মডেল হতে পারে রেডমি নোট ১০ এবং রেডমি নোট ১০ প্রো। দু’টি মডেলেই থাকবে ৪জি এবং ৫জি কানেকশন। অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে।
সম্ভাব্য ফিচার-
রেডমি নোট ১০ সিরিজের ফোন অ্যানড্রয়েড ১১ এবং MIUI 12 ফিচার সম্পন্ন। এছাড়া এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 732G SoC। ফোনের ব্যাটারি 5050mAh। শোনা যাচ্ছে, ৬জিবি র্যাম এবং ৬৪জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম আর ১২৮নজিবি অনবোর্ড স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।