দুঃসময়ের সঙ্গী! 15 টাকায় Jio-র সবথেকে জরুরি প্ল্যান, যখন খুশি ব্যবহারযোগ্য
Jio Data Add-On Plans:15 টাকা থেকে শুরু হয়ে Jio ডেটা অ্যাড-অন প্ল্যান 222 টাকা পর্যন্ত যাচ্ছে। প্রতিটি প্ল্যানই সেই পরিমাণ বৈধতা দেবে, যা অ্যাক্টিভ প্ল্যানে রয়েছে। এই সব প্ল্যানের খরচ হল যথাক্রমে 15 টাকা, 19 টাকা, 25 টাকা, 29 টাকা, 61 টাকা, 121 টাকা এবং 222 টাকা। প্ল্যানগুলিতে কী-কী সুবিধা রয়েছে, সেগুলিই দেখে নিন।

Reliance Jio-র ঝুলিতে সাতটি ডেটা অ্যাড-অন প্ল্যান রয়েছে, যাদের খরচ শুরু হচ্ছে 15 টাকা থেকে। এই প্ল্যানগুলির কোনওটিই নতুন নয়। তবে বারবার ডেটা অ্যাড-অন প্ল্যান নিয়ে আলোচনার একটাই উদ্দেশ্য, হঠাৎ ডেটার প্রয়োজনে এই প্ল্যানগুলিই মানুষের সবথেকে বেশি কাজে আসে। মনে রাখা জরুরি, এই প্ল্যানগুলি তখনই কাজ করবে, যখন আপনার Jio নম্বরে একটি সক্রিয় প্ল্যান থাকবে। 15 টাকা থেকে শুরু হয়ে Jio ডেটা অ্যাড-অন প্ল্যান 222 টাকা পর্যন্ত যাচ্ছে। প্রতিটি প্ল্যানই সেই পরিমাণ বৈধতা দেবে, যা অ্যাক্টিভ প্ল্যানে রয়েছে। এই সব প্ল্যানের খরচ হল যথাক্রমে 15 টাকা, 19 টাকা, 25 টাকা, 29 টাকা, 61 টাকা, 121 টাকা এবং 222 টাকা। প্ল্যানগুলিতে কী-কী সুবিধা রয়েছে, সেগুলিই দেখে নেওয়া যাক।
Reliance Jio ডেটা অ্যাড-অন ভাউচার
ডেটা অ্যাড-অন প্যাকে Jio-র প্রথম প্ল্যানের খরচ মাত্র 15 টাকা, যাতে 1GB ডেটার অফার পেয়ে যান কাস্টমাররা। এই পরিমাণ ডেটা ছাড়া প্ল্যানটিতে আর কোনও অফার নেই।
তার ঠিক পরেই রয়েছে Jio-র 19 টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে ব্যবহারকারীরা 1.5GB ডেটা পেয়ে যাবেন। বৈধতা সক্রিয় প্ল্যানের মতো একই। এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, সক্রিয় প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে ডেটা ভাউচার আর কোনও কাজে লাগে না। সেক্ষেত্রে অব্যবহৃত ডেটা অকেজোই হয়ে যায়।
এর পরের Jio ডেটা ভাউচারগুলির খরচ যথাক্রমে 25 টাকা ও 29 টাকা। প্ল্যান দুটিতে 2GB এবং 2.5GB করে ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। রইল বাকি আর তিনটি প্ল্যান। সেই 61 টাকা, 121 টাকা এবং 222 টাকার প্ল্যানেও আকর্ষণীয় ডেটা অফার করা হয় ব্যবহারকারীদের।
এদের মধ্যে 61 টাকার Jio প্ল্যানে 6GB ডেটার অফার পাওয়া যায়। আবার 121 টাকা এবং 222 টাকার প্ল্যান দুটিতে যথাক্রমে 12GB এবং 50GB ডেটা পেয়ে যান ব্যবহারকারীরা।
তবে আজকাল আর ব্যবহারকারীদের সে ভাবে ডেটা ভাউচারেরও প্রয়োজন হয় না। কারণ, Jio তার বেশির ভাগ প্ল্যানেই ট্রুলি 5G ডেটা অফার করছে। 239 টাকার উপরে প্রায় সব JIO প্ল্যানেই এখন 5G ডেটা পাওয়া যায়।
