AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদেশ ভ্রমণে Jio-র বিশেষ অফার, IR প্যাকে সামান্য খরচে ফ্রি কলিং, বিপুল পরিমাণ ডেটা

Reliance Jio IR Packs: বিভিন্ন ক্যাটেগরিতে Jio তার ব্যবহারকারীদের জন্য রিচার্জ প্ল্যান অফার করে। তার মধ্যে রয়েছে ট্রাভেল পাস, রোম মোর প্যাকস, ইন্টারন্যাশনাল ওয়াই-ফাই কলিং, গ্লোবাল প্যাকস এবং IR ডেটা ওনলি প্যাক।

বিদেশ ভ্রমণে Jio-র বিশেষ অফার, IR প্যাকে সামান্য খরচে ফ্রি কলিং, বিপুল পরিমাণ ডেটা
বাম্পার জিও প্ল্যান।
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 1:05 PM
Share

Reliance Jio তার ব্যবহারকারীদের জন্য প্রায়শই নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে। এবার মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি একটি নতুন ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়ে হাজির হল। বিভিন্ন ক্যাটেগরিতে Jio তার ব্যবহারকারীদের জন্য রিচার্জ প্ল্যান অফার করে। তার মধ্যে রয়েছে ট্রাভেল পাস, রোম মোর প্যাকস, ইন্টারন্যাশনাল ওয়াই-ফাই কলিং, গ্লোবাল প্যাকস এবং IR ডেটা ওনলি প্যাক। Jio-র এই নতুন IR রিচার্জ প্যাক এবং ক্যাটেগরি সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

Jio গ্লোবাল প্যাক

Reliance Jio-র গ্লোবাল প্যাক এই মুহূর্তে বিশ্বের 130টি দেশে রিচার্জ করা যাবে। তবে সেই সব প্ল্যানের খরচ নির্ভর করে বিভিন্ন দেশের উপরে। প্রাথমিক ভাবে Jio-র ঝুলিতে দুটি গ্লোবাল প্যাক রয়েছে, তার একটির খরচ 1101 টাকা এবং অপরটি 1102 টাকা। বিশ্বের 130টিরও বেশি দেশে এই দুটি প্ল্যানই রয়েছে। 1101 টাকার গ্লোবাল প্ল্যানের জরুরি ফিচারের মধ্যে রয়েছে ভারতে ওয়াই-ফাই কলিংয়ের সুবিধা, যার ইউসেজ ভ্যালু 933.05 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন, ইউজাররা অন্তত 5টি SMS পাঠাতে পারবেন এই প্ল্যানে।

Jio IR ট্রাভেল পাস

Jio-র ঝুলিতে তার ঠিক পরেই বিদেশে ব্যবহারের জন্য রয়েছে IR ট্রাভেল পাস। তিনটি ভিন্ন ভ্যালিডিটির বিকল্প রয়েছে, যা 32টি দেশেই ব্যবহারযোগ্য। সেই তিনটি আইআর ট্রাভেল পাসের খরচ যথাক্রমে 499 টাকা, 2499 টাকা এবং 4999 টাকা। প্ল্যান তিনটির ভ্যালিডিটি যথাক্রমে 1 দিন, 10 দিন এবং 30 দিন।

এদের মধ্যে 499 টাকার প্ল্যানে 100 মিনিটের ভয়েস কলিং, 100টি এসএমএস এবং 250MB ডেটা অফার করা হবে। এই প্ল্যানের ক্ষেত্রে ইনকামিং কল ফ্রি ঠিকই, তবে তার জন্য আপনাকে ওয়াই-ফাই কলিং অপশনটি সক্রিয় করতে হবে। ফেয়ার ইউসেজ পলিসি অর্থাৎ FUP ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64Kbps হয়ে যাবে।

2499 টাকার প্ল্যানের বেশির ভাগ সুবিধাই 499 টাকার প্ল্যানের মতো। বৈধতার নিরিখে প্ল্যানটি অনেকটা এগিয়ে, 10 দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন কাস্টমাররা। প্রতিদিন প্ল্যানটিতে আপনি 250MB ডেটা পেয়ে যাবেন। তার সঙ্গে আবার থাকছে প্রতিদিন 100টা করে SMS পাঠানোরও অফার। ভয়েস কলিং বেনিফিটের মধ্যে রয়েছে 100 মিনিটের আউটগোয়িং কল, ইনকামিং কল ফ্রি থাকছে কারণ প্ল্যানটিতে ওয়াই-ফাই কলিং সক্রিয়।

4999 টাকার প্ল্যানে রিলায়েন্স জিও তার ব্যবহারকারীদের 1500 মিনিটের আউটগোয়িং ভয়েস কলিং অফার করছে। থাকছে 5GB হাই-স্পিড ডেটার অফার। তবে এই পরিমাণ ডেটা শেষ করে ফেললে আপনার ইন্টারনেট স্পিড 64Kbps হয়ে যাবে। সেই সঙ্গে আবার প্ল্যানটিতে থাকছে 1500টি SMS, ফ্রি ইনকামিং কলিং (যখন ওয়াই-ফাই কলিং সক্রিয় থাকবে)।