AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amazon-Flipkart Holi Sale: এসি হোক বা ফোন, 80% পর্যন্ত ছাড় পাবেন Amazon ও Flipkart-র হোলি সেলে

Flipkart Holi Offers: ই-কমার্স ওয়েবসাইট Amazon এবং Flipkart-এ অনেক বাম্পার অফার দেওয়া হচ্ছে। আপনি যদি নিজের জন্য ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং গ্যাজেট কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে এই উভয় প্ল্যাটফর্মে কোন কোন জিনিসের উপর ছাড় দেওয়া হচ্ছে, তা জানানো হবে। তবে আপনাকে আজ অর্থাৎ 8 মার্চেই অর্ডার করতে হবে।

Amazon-Flipkart Holi Sale: এসি হোক বা ফোন, 80% পর্যন্ত ছাড় পাবেন Amazon ও Flipkart-র হোলি সেলে
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 8:15 AM
Share

Amazon-Flipkart Latest Holi Sale: গ্যাজেট, ফোন থেকে করে বিভিন্ন এর উপর অফার চলতেই থাকে বছরভর। তবে সেই সব জিনিসের উপর ডিসকাউন্টের পরিমাণ বেড়ে যায়, যখন কোনও উৎসব আসে। বর্তমানে অনেক মানুষই অনলাইন কেনাকাটার উপর বিশেষভাবে নির্ভরশীল। এই ব্যস্ততার জীবনে মোবাইল ফোনের একটি অ্যাপের মাধ্যমে জিনিসপত্র চলে আসে একদম বাড়িতে। অর্থাৎ আলাদা করে সময় বের করে জিনিস কিনতে যাওয়ার সময় অনেক মানুষেরই নেই। তাই অনলাইন প্ল্যাটফর্ম (Online Platform) গুলিকেই বেছে নিয়েছেন কেনাকাটার জন্য। তাতে যে অনেক লাভ হয়েছে, তা আর বলার বাকি থাকে না। কারণ নিজের পছন্দসই জিনিসের উপর ডিসকাউন্ট পেতে কারই না ভাল লাগে। আর হোলি এসে গিয়েছে এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের উপর অফার আসতে শুরু করেছে। ই-কমার্স ওয়েবসাইট Amazon এবং Flipkart-এ অনেক বাম্পার অফার দেওয়া হচ্ছে। আপনি যদি নিজের জন্য ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং গ্যাজেট (Gadget) কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে এই উভয় প্ল্যাটফর্মে কোন কোন জিনিসের উপর ছাড় দেওয়া হচ্ছে, তা জানানো হবে। তবে আপনাকে আজ অর্থাৎ 8 মার্চেই অর্ডার করতে হবে।

অ্যামাজনে হোলি সেল উপলক্ষে 70 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড়ের মাধ্যমে আপনি স্পিকার, হেডফোন, ফোন কিনতে পারবেন। আপনি যদি এই জিনিসগুলির কোনওটি কিনতে চান, তবে আপনি এখানে অফারগুলি দেখতে পারেন।

OnePlus Nord CE 2 Lite 5G 18,999 টাকায় কেনা যাবে।

Samsung Galaxy M13 10,999 টাকায় কিনতে পারবেন।

Redmi Note 11 11,999 টাকায় দেওয়া হচ্ছে।

OPPO A74 5G 15,490 টাকায় কিনতে পারবেন।

আপনি Amazon Kindle 2022 কিনতে পারবেন 9,999 টাকায়।

Amazon Fire TV Stick Lite 3,299 টাকায় কেনা যাবে।

Amazon Echo Dot (3rd Gen) Rs.3,499-এ পাওয়া যাচ্ছে।

ফ্লিপকার্টে হোলি সেলের অফার: এখান থেকে আপনাকে ওয়াশিং মেশিন এবং রেফ্রিজারেটর সহ অনেক গ্যাজেটে 80 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

APPLE iPad (9th Gen) 64 GB ROM 10.2 ইঞ্চি ওয়াই-ফাই ভ্য়ারিয়েন্টটি মাত্র 30,990 টাকায়, SAMSUNG Galaxy Tab S7+ 49,999 টাকায়, SAMSUNG Galaxy Tab A7 Lite 3 টাকা 13,450, OnePlus Y1S Pro 39,999 টাকায় কিনতে পারবেন, Voltas 0.75 Ton 3 Star Split AC 25,999 টাকায় কিনতে পারবেন।