এবছর অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (2023) কবে হতে চলেছে, সেই প্রশ্ন অনেকেই মধ্যেই ছিল। পোস্টার দেখা গেলেও প্রতি বছরের মতো এবছরও কোনও তারিখ দেখা যাচ্ছিল না। কিন্তু এবার এই তারিখের ঘোষণা করেছে কোম্পানিটি। এটি সারা বছরের মধ্যে সবচেয়ে বড় একটি সেল হয়। এতে প্রচুর পরিমাণে ছাড় ও অফার দেওয়া হয়। ফলে আপনি অনেক কম দামে মোবাইল, টিভি এবং অন্যান্য গ্যাজেট কিনে ফেলতে পারবেন। তাই অনেকেই সারা বছর এই সেলের অপেক্ষায় থাকেন।
কবে থেকে বিক্রি শুরু হবে?
আমাজন সেল শুরু হচ্ছে 8 অক্টোবর থেকে। তবে প্রতিবারের মতো, অ্যামাজন প্রাইম মেম্বাররা একদিন আগে অর্থাৎ 7 অক্টোবর মধ্যরাত থেকে এই সেল থেকে জিনিস কিনতে পারবেন। এমনকি তারা আরও অনেক কিছুর সুবিধা পাবেন। চলুন জেনে নেওয়া যাক আপনি এই সেলে কী কী অফার পাবেন।
যদিও আপনি কোন কোন জিনিসে কতটা করে ডিসকাউন্ট পাবেন, তা এত আগে থেকে জানানো হয় না। ডিসকাউন্ট অফারের অফিসিয়াল ঘোষণা বিক্রয়ের দিনই করা হয়। কিন্তু আপনি যদি এসবিআই ক্রেডিট এবং ডেবিট কার্ড এবং ইএমআই-এ কোনও জিনিস কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে আপনি সরাসরি 10 শতাংশ ছাড় পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক এই সেলে কতটা ছাড় থাকছে।
কীসে কতটা ছাড়?
আপনি মোবাইল ডিভাইসে 40 শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এর অর্থ, আপনি 1000 টাকার একটি জিনিস 600 টাকায় কিনতে পারবেন। এছাড়াও এই সেলের মধ্যে অ্যালেক্সা, ফায়ার টিভি এবং কিন্ডল ডিভাইসে 55 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। আপনি রান্নাঘরের জিনিসে 70 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন, টিভি এবং যন্ত্রপাতি 75 শতাংশ পর্যন্ত ছাড় পেতে সক্ষম হবে। অ্যামাজন ব্লকবাস্টার ডিসকাউন্ট অফার শুরু হবে রাত 8 টায়। অ্যামাজন সেল থেকে iPhone 13, iPhone 14 এবং লেটেস্ট iPhone 15 সিরিজের স্মার্টফোনে বিশাল ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন।