AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

9,000 টাকা ছাড়ে 10th Gen iPad, দিওয়ালিতে Apple-এর আকর্ষণীয় অফার

Apple iPad OFFER: লেটেস্ট আইপ্যাডের উপরে সরাসরি 5,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফ্ল্যাট ডিসকাউন্টের পরে আইপ্যাডটি আপনি পেয়ে যাচ্ছেন 39,900 টাকায়। এই অফার পাওয়া যাবে কেবল মাত্র Apple-এর অনলাইন স্টোর থেকেই। 10th জেনারেশন iPad-এর উপরে থাকছে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের অফার। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যদি আইপ্যাডটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন আরও 4,000 টাকার ছাড়।

9,000 টাকা ছাড়ে 10th Gen iPad, দিওয়ালিতে Apple-এর আকর্ষণীয় অফার
লেটেস্ট আইপ্যাডেই আকর্ষণীয় অফার।
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 4:39 PM
Share

iPad-এ মিলছে আকর্ষণীয় ছাড়। Apple এই মুহূর্তে তার 10th জেনারেশন iPad-এ অফারটি দিচ্ছে, যা লঞ্চ হয়েছিল গত বছর। 2022 সালে যখন এই আইপ্যাড লঞ্চ করা হয়, তখন তার দাম ছিল 44,900 টাকা। লেটেস্ট আইপ্যাডের উপরে সরাসরি 5,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফ্ল্যাট ডিসকাউন্টের পরে আইপ্যাডটি আপনি পেয়ে যাচ্ছেন 39,900 টাকায়। এই অফার পাওয়া যাবে কেবল মাত্র Apple-এর অনলাইন স্টোর থেকেই।

অফারের এখানেই শেষ নয়। অ্যাপলের দিওয়ালি ফেস্টিভ্যাল সেল উপলক্ষ্যে 10th জেনারেশন iPad-এর উপরে থাকছে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের অফার। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যদি আইপ্যাডটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন আরও 4,000 টাকার ছাড়। এতসব অফারের পরেই আইপ্যাডের দাম কমে 35,900 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ দুটি অফারে সব মিলিয়ে গ্রাহকরা পেয়ে যাবেন 9,000 টাকার ডিসকাউন্ট।

তবে এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, এর আগের প্রজন্ম অর্থাৎ 9th জেনারেশন iPad Pro এবং iPad Air-এর উপরে কোনও ছাড় দিচ্ছে না অ্যাপল। এই অফার পেতে গেলে আপনাকে দ্রুত অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তার কারণ, দীপাবলি চলে গেলে অফারগুলি আরও পাওয়া যাবে না।

জেনে রাখা দরকার, 10th জেনারেশন iPad কী কারণে একটা ভাল অপশন হতে পারে? আইপ্যাডের ফ্ল্যাট এজ ডিজ়াইন এটিকে আকর্ষণীয় করে তুলেছে, সেই সঙ্গে রয়েছে 5G সাপোর্ট। তবে এই ট্যাবলেটে অ্যাপলের লাইটনিং পোর্ট নেই। তার পরিবর্তে চার্জিংয়ের জন্য রয়েছে টাইপ-সি পোর্ট। প্রসঙ্গত, নতুন iPhone 15 সিরিজ়েও দেওয়া হয়েছে এই একই চার্জিং পোর্ট।

ট্যাবলেটটিতে রয়েছে 10.9 ইঞ্চির ডিসপ্লে এবং একটি পাওয়ার বাটন, যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজে লাগবে। বেজ়েলগুলি খুবই পাতলা, যার ফলে আইপ্যাড লাইন-আপের অন্যান্য মডেলগুলির থেকে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। iPad-এর ক্যামেরা সেটআপও দুর্ধর্ষ। সামনে ও পিছনে দুটি 12MP ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি পরবর্তী বেশ কয়েক বছর সফটওয়্যার আপডেট পাবে।

পারফরম্যান্সের জন্য 10th জেনারেশন আইপ্যাডে রয়েছে একটি A14 বায়োনিক চিপসেট, যা অনেকটা পুরনো হলেও রিয়্যাল লাইফ পারফরম্যান্সে তার জুড়ি মেলা ভার। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে ম্যাজিক কীবোর্ড ফোলিও কভার, 5G কানেক্টিভিটি-সহ আরও অনেক কিছু।