Apple iPad Pro: নিউ ইয়ারে Apple-র চমক, এবার OLED ডিসপ্লে দিয়ে আসছে iPad Pro

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 01, 2023 | 2:00 PM

iPad Pro: বর্তমানে iPad Pro মডেলগুলির উপর কাজ শুরু করেছে। একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, iPad Pro-এর দুটি নতুন ভ্যারিয়েন্ট দুটি ভিন্ন আকারের ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে।

Apple iPad Pro: নিউ ইয়ারে Apple-র চমক, এবার OLED ডিসপ্লে দিয়ে আসছে iPad Pro
দুটি ভিন্ন আকারের ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে।

Follow Us

OLED Display: 2024-এই অ্যাপল (Apple) তাদের নতুন iPad Pro মডেলগুলি বাজারে আনতে চলেছে বলে জানা গিয়েছে। যেগুলিতে ওলেড (OLED) ডিসপ্লে ব্যবহার করা হবে। বর্তমানে iPad Pro মডেলগুলির উপর কাজ শুরু করেছে। একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, iPad Pro-এর দুটি নতুন ভ্যারিয়েন্ট দুটি ভিন্ন আকারের ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে। অর্থাৎ Apple iPad Pro মডেলে দুই ভিন্ন আকারের OLED ডিসপ্লে থাকবে।

নতুন iPad Pro মডেলগুলির ফিচার ও স্পেসিফিকেশন:

ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ং শেয়ার করেছেন যে, Apple iPad Pro মডেলে দু’টি 11.1 ইঞ্চি এবং 13 ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে। আইপ্যাডগুলি বাজারে আসতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি আছে। যদিও, ওলেড ডিসপ্লে যুক্ত আইপ্যাড প্রো মডেলগুলিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এই নতুন আইপ্যাড প্রো মডেলগুলির ডিসপ্লে সরু বেজেল দিয়ে তৈরি হবে। তবে, সরু বেজেলের কারণে নতুন iPad Pro-এর ডিজাইনে বিশেষ কিছু পরিবর্তন হবে না। 2022 সালের অক্টোবরে, অ্যাপল তাদের নতুন M2 চিপসেট সহ 11 ইঞ্চি এবং 12.9 ইঞ্চির আইপ্যাড প্রো মডেলগুলির রিফ্রেশড ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল। তাই সম্ভবত আইপ্যাড প্রো-এ ওলেড প্যানেল যুক্ত হবে মনে করা হচ্ছে। তবে এই তথ্যগুলির কোনওটিই এখনও অ্যাপল দ্বারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। যদিও রস ইয়াং এর আগে দাবি করেছেন যে, অ্যাপল 2023 সালে একটি বড় 14.1 ইঞ্চির iPad Pro মডেল প্রকাশ করার পরিকল্পনা করছিল। কিন্তু তিনি এখন জানান, কোম্পানি এই পরিকল্পনাটি বাদ দিয়েছে।

এছাড়াও Apple iPad (2022)-এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক:

অ্যাপল আইপ্যাড (2022) মডেলে 10.9-ইঞ্চির (1.640 x 2,360 পিক্সেল) লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে, যা 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে অ্যাপলের ইন-হাউজ A14 বায়োনিক (A14 Bionic) প্রসেসর ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি অনুসারে, উক্ত চিপসেটটি পূর্ববর্তী মডেলের তুলনায় 20% পর্যন্ত ভাল পারফরম্যান্স এবং 10% পর্যন্ত ভাল গ্রাফিক্স প্রদান করতে সক্ষম।

iPad (2022) ট্যাবলেটের সামনে ল্যান্ডস্কেপ মোডে 12-মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর ইনস্টল করা আছে। আর ডিভাইসটি আপডেটেড রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে এসেছে। এটি আইপ্যাডওএস 16 (iPadOS 16) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত, যা ফ্রি-ফর্ম প্রোডাক্টিভিটি অ্যাপ সহ আরো বেশ কয়েকটি নতুন ফিচার অফার করবে। পরিশেষে, iPad (2022) ওয়াই-ফাই 6 এবং অপশনাল 5G সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট করে।

 

Next Article