AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mini Air Cooler: একদম সস্তায় Portable Cooler মিলছে Amazon-এ, ফিট হয়ে যাবে ঘরের টেবিলেই

Mini Portable Air Cooler Price: এই কুলারগুলির বিশেষত্ব হল এটি সহজেই টেবিলে ফিট হয়ে যায়। আকারে ছোট বলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আদৌ ঘর ঠান্ডা করবে তো? তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, ঘর ঠান্ডা নিয়ে আপনার কোনও অভিযোগ থাকবে না।

Mini Air Cooler: একদম সস্তায় Portable Cooler মিলছে Amazon-এ, ফিট হয়ে যাবে ঘরের টেবিলেই
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 10:03 AM
Share

Mini Air Cooler Price: গরম আসার সঙ্গে-সঙ্গেই বেড়ে যায় কুলার ও এসির চাহিদা। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে ইলেকট্রনিক কোম্পানিগুলি বাজারে কুলার-এসি আনতে শুরু করে। তবে সাধারনত বাড়িতে কুলার (Air Cooler) লাগালে তার জন্য় একটি নির্দিষ্ট জায়রা ঠিক করতে হয়। কারণ কুলারগুলি তুলনামুলকভাবে বড় হয়। তবে আপনাকে এমন কতগুলি কুলারের সম্পর্কে জানানো হবে, যেগুলি আপনি আপনার ঘরের টেবিলেও (Table) সেট করতে পারবেন। অর্থাৎ এই কুলারগুলির বিশেষত্ব হল এটি সহজেই টেবিলে ফিট হয়ে যায়। আকারে ছোট বলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আদৌ ঘর ঠান্ডা করবে তো? তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, ঘর ঠান্ডা নিয়ে আপনার কোনও অভিযোগ থাকবে না। তবে চলুন জেনে নিন, কুলারগুলি সম্পর্কে।

HGR Creation MINI Air Cooler:

আপনি Amazon থেকে HGR ক্রিয়েশন মিনি এয়ার কুলার (HGR Creation MINI Air Cooler) অর্ডার করতে পারেন। এই এয়ার কুলারের দাম 2,999 টাকা এবং আপনি 43% ছাড়ে এটি 1,699 টাকায় কিনতে পারবেন। এই এয়ার কুলারের অনেক ফিচার রয়েছে, যা একে অন্য়দের থেকে আলাদা করে তোলে। সবচেয়ে বড় ফিচার হল এটি বহনযোগ্য। অর্থাৎ আপনি এটিকে একটি জায়গা থেকে খুব সহজেই অন্য় জায়গায় নিয়ে যেতে পারবেন। এর ডিজাইনও বেশ আলাদা।

mini air coolerr

NL TRADERS-মিনি পোর্টেবল এয়ার কুলার:

NL TRADERS-মিনি পোর্টেবল এয়ার কুলারও আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আপনি এই কুলারটি 2,499 টাকায় কিনতে পারবেন। এটিতে আপনি 10 ​​দিনের রিপ্লেসমেন্ট পলিসি পেয়ে যাবেন। এছাড়াও এতে আপনি অনেক নতুন ফিচার পাবেন। পোর্টেবল হওয়ায় এটি রাখতে আপনার কোনও সমস্যা হবে না।

Portable Mini Air Conditioner:

এছাড়াও আপনি Amazon থেকে পোর্টেবল মিনি এয়ার কন্ডিশনার (500Ml) কিনতে পারেন। এটি ছোট আকারের হয়। এই কুলারটির দাম হল 1,999 টাকা এবং আপনি 25% ছাড়ে এটি 1,490 টাকায় কিনতে পারবেন। আপনি এই কুলারে আরও অনেক ছাড় পেয়ে যাবেন। এতে আপনি 500Ml জল রাখতে পারবেন। একটি ছোট ঘরকে খুব কম সময়ে ঠান্ডা করে দিতে পারে।