Dizo Buds Z Pro and Dizo Watch R: ভারতে লঞ্চ হয়েছে ডিজো বাডস জেড প্রো এবং ডিজো ওয়াচ আর
ভারতে রিয়েলমির ডিজো ব্র্যান্ডের এই নতুন স্মার্টওয়াচ এবং ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে দাম কত? জেনে নিন।
রিয়েলমি ডিজো বাডস জেড প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন এবং ডিজো ওয়াচ আর স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি ডিজো বাডস জেড প্রো- তে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার এবং রিয়েলমি লিঙ্ক অ্যাপ সাপোর্ট। অন্যদিকে, ডিজো ওয়াচ আর- এ রয়েছে একটি ১.৩ ইঞ্চির গোল অ্যামোলেড ডিসপ্লে এবং এটি একটি 5ATM ওয়াটার রেসিসট্যান্ট ডিভাইস। জলের নীচে ৫০ মিটার পর্যন্ত এই স্মার্টওয়াচ ঠিক থাকবে, রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে কাজ করবে।
ভারতে এই দুই ডিভাইসের দাম এবং উপলব্ধতা
ডিজো বাডস জেড প্রো- এর দাম ২২৯৯ টাকা। আর ডিজো ওয়াচ আর- এর দাম ৩৪৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দুই ডিভাইস। ডিজো ওয়াচ আর- এর বিক্রি শুরু হবে ১১ জানুয়ারি থেকে। অন্যদিকে, ডিজো বাডস জেড প্রো- এর বিক্রি শুরু হবে ১৩ জানুয়ারি থেকে।
রিয়েলমি ডিজো বাডস জেড প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোনের বিভিন্ন স্পেসিফিকেশন
- চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
- ফোনকলে যাতে ভালভাবে কথা শোনা যায় সেজন্য এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল মাইক্রোফোন এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।
- dark Blue with light blue accents এবং Black with orange accents, এই দুই রঙের অপশনে লঞ্চ হয়েছে রিয়েলমি ডিজো বাডস জেড প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন।
- এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। Realme Link app- এর সাপোর্টও রয়েছে এই ইয়ারফোনে।
রিয়েলমি ডিজো ওয়াচ আর স্মার্টওয়াচের বিভিন্ন স্পেসিফিকেশন
- এই ব্র্যান্ড এই প্রথম রাউন্ড বা গোল স্ক্রিনের স্মার্টওয়াচ লঞ্চ করেছে ভারতে।
- একটি ১.৩ ইঞ্চির গোল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে।
- হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2 মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
- এছাড়াও ডিজো ওয়াচ আর একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
- ১৫০- র এবশি ওয়াচ ফেসের অপশন রয়েছে এখানে। এছাড়াও ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে একবার চার্জ দিলে, এমনই দাবি করেছে সংস্থা।
- ডিজো অ্যাপের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায় এই স্মার্টওয়াচ।
- ১১০টির মতো স্পোর্টস মোড রয়েছে ডিজো ওয়াচ আর ডিভাইসে।
- মেটাল কেস, দুটো বাটন, রিপ্লেস করা যাবে এমন রাবারের স্ট্র্যাপ রয়েছে এই স্মার্টওয়াচে। ভারতে লঞ্চ হয়েছে কালো, সোনালি এবং রুপোলি রঙে।