দিওয়ালি মিটলেও Dell থেকে Samsung, সব রকমের গ্যাজেটে অবিশ্বাস্য ছাড়, দেখুন দাম

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 15, 2023 | 4:11 PM

Festive Electronics Deals 2023 Offers: বিভিন্ন ই-কমার্স সাইটে Festive Electronics Deals (2023) চলছে। সেখানে হেডফোন থেকে শুরু করে ল্যাপটপ আরও অনেক কিছু পাবেন। এখানে আপনাকে ফিলিপস সেল, স্যামসাং সেল , ডেল সেল সম্পর্কে অনেক তথ্য দেওয়া হবে।

দিওয়ালি মিটলেও Dell থেকে Samsung, সব রকমের গ্যাজেটে অবিশ্বাস্য ছাড়, দেখুন দাম

Follow Us

এই উৎসবের মরসুমে, অনলাইনে অনেক সেল চলেছে একের পর এক। তবে দীপাবলি শেষ হয়ে গেলেও সেল এখনও আছে। আর সেই সব সেলে আপনি অনেক কম দামে দুর্দান্ত সব গ্যাজেট কিনতে পারবেন। বিভিন্ন ই-কমার্স সাইটে Festive Electronics Deals (2023) চলছে। সেখানে হেডফোন থেকে শুরু করে ল্যাপটপ আরও অনেক কিছু পাবেন। এখানে আপনাকে ফিলিপস সেল, স্যামসাং সেল , ডেল সেল সম্পর্কে অনেক তথ্য দেওয়া হবে। আর সেই সব সেলে আপনি কী কী জিনিস কম দামে পাবেন, তাও দেখে নিতে পারবেন।

Philips সিরিজ 1000 VitaShield এয়ার পিউরিফায়ার

এই এয়ার পিউরিফায়ারের আসল দাম 13,995 টাকা। কিন্তু আপনি সেলে মাত্র 9,499 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ 4,496 টাকা বাঁচাতে পারবেন। VitaShield প্রযুক্তি সহ Philips Series 1000 Air Purifierটি আপনার বাড়িকে একদম দূষণমুক্ত রাখবে। Philips-এর অনলাইন সাইট থেকে আপনি এটি কিনতে পারবেন।

Dell Inspiron 15 Laptop

Dell-এর এই ল্যাপটপটির আসল দাম 61,489 টাকা। কিন্তু আপনি এটি 58,489 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ 3,000 টাকা কম কিনে ফেলতে পারবেন এই ল্যাপটপটি। এতে আপনি দুর্দান্ত পারফরম্যান্স পেয়ে যাবেন। এই ল্যাপটপে একটি শক্তিশালী প্রসেসর রয়েছে, এতে খুব সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। Dell-এর অনলাইন ওয়েবসাইট থেকে এটি এত কমে কিনতে পারবেন।

Samsung Galaxy Tab A9 এবং A9+

এই ট্যাবটির আসল দাম 22999 টাকা। তবে আপনি এই ট্যাবটি 18999 টাকায় কিনতে পারবেন। এই ট্যাবে 4000 টাকা ছাড় দেওয়া হবে। স্যামসাং এই ট্যাবলেটে অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছে। আর দুর্দান্ত সব ফিচার রয়েছে। Samsung-এর অনলাইন সাইট থেকে আপনি এই ট্যাবটি আপনি কিনে নিতে পারবেন। তাও আবার অনেক কমে।

Next Article