Noise দেশের বাজারে সস্তার একটি মারকাটারি স্মার্টওয়াচ নিয়ে এল। সেই নতুন Noise ঘড়ির নাম ColorFit Pro 5। লেটেস্ট স্মার্টওয়াচের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ব্লুটুথ কলিং। প্রসঙ্গত, কয়েক দিন আগেই দেশি টেক ব্র্যান্ডটি ColorFit Caliber 3 নামক আর একটি স্মার্টওয়াচ নিয়ে এসেছিল। অল্প সময়ের মধ্যে সেই স্মার্ট ঘড়ি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।
চৌকো ডায়ালের এই স্মার্টওয়াচে রয়েছে স্কোয়্যার ডায়াল ডিজ়াইন, যাতে ফাংশনাল ক্রাউন এবং পাওয়ার বাটন রয়েছে। লেদার থেকে শুরু করে সিলিকন, নাইলন-সহ একাধিক স্ট্র্যাপ অপশন রয়েছে এই স্মার্টওয়াচের।
Noise ColorFit Pro 5 স্মার্টওয়াচে রয়েছে 1.85 ইঞ্চির বেশ বড় AMOLED স্ক্রিন, যা একাধিক DIY ডায়নামিক ওয়াচ ফেস অফার করছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে নয়েজ় ট্রু সিঙ্ক প্রযুক্তি, যা ব্লুটুথ কলিং সক্রিয় করে। অত্যন্ত দ্রুততার সঙ্গেই স্মার্টওয়াচটি ব্লুটুথ কানেক্ট করতে পারে এবং খুবই কম পরিমাণে ব্যাটারিও খরচ করে।
নয়েজ় হেলথ স্যুটের সাপোর্ট থাকছে এই ঘড়িতে, যা 24X7 হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ফিমেল সাইকেল ট্র্যাকারের মতো একাধিক পরিষেবা দিতে পারে। এই মুহূর্তের অন্যান্য Noise স্মার্টওয়াচগুলিতেও এই একই নয়েজ় হেলথ স্যুট রয়েছে। তার পাশাপাশিই আবার 100টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে ঘড়িটিতে, যা NoiseFit অ্যাপের সঙ্গে পেয়ার করা যেতে পারে। এক চার্জে ঘড়িটি এক সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।
এলিট রোজ় গোল্ড এবং এলিট ব্ল্যাক এই দুই রঙের মেটাল স্ট্র্যাপ অপশন রয়েছে স্মার্টওয়াচটির। লেদার স্ট্র্যাপের মধ্যে রয়েছে ক্লাসিক ব্লু এবং ক্লাসিক ব্রাউন। আবার, সিলিকন স্ট্র্যাপের মধ্যে সানসেট অরেঞ্জ, অলিভ গ্রিন, মিডনাইট ব্ল্যাক, স্টারলাইট গোল্ড, ভিন্টেজ প্রাউন এবং রেইনবো ওয়েভের মতো কালার অপশন রয়েছে।
Noise-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। মাত্র 3,999 টাকায় এই ঘড়িটি লঞ্চ করা হয়েছে। 20 নভেম্বর থেকে Noise ColorFit Pro 5 স্মার্টওয়াচের বিক্রিবাট্টা শুরু হবে। Noise-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথম যে 500 জন কাস্টমার ঘড়িটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 500 টাকার ডিসকাউন্ট।