Jio AirFiber ছড়িয়ে পড়ল দেশের 115 শহরে, আপনার এলাকায় আছে তো?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 14, 2023 | 10:45 AM

Jio AirFiber Plans: Jio Air Fiber ডিভাইসের মাধ্যমে, আপনি 1.5Gbps পর্যন্ত স্পিডে বাড়িতে এবং অফিসে ওয়্যারলেসভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোম্পানিটি সেপ্টেম্বরে 8টি শহরে তার পরিষেবা শুরু করেছে, যা এখন কয়েক দিনের মধ্যে 115টি শহরে চালু হয়েছে।

Jio AirFiber ছড়িয়ে পড়ল দেশের 115 শহরে, আপনার এলাকায় আছে তো?

Follow Us

ভারতের 115টি শহরে Reliance Jio-এর এয়ার ফাইবার (Air Fiber) পরিষেবা শুরু হয়েছে। আগে এই পরিষেবা শুধুমাত্র কয়েকটি মেট্রোপলিটন শহরে ছিল। Jio Air Fiber ডিভাইসের মাধ্যমে, আপনি 1.5Gbps পর্যন্ত স্পিডে বাড়িতে এবং অফিসে ওয়্যারলেসভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোম্পানিটি সেপ্টেম্বরে 8টি শহরে তার পরিষেবা শুরু করেছে, যা এখন কয়েক দিনের মধ্যে 115টি শহরে চালু হয়েছে। তবে আপনার শহরে এই পরিষেবা চালু হয়েছে কি না, তা জানবেন কীভাবে?

কীভাবে পরীক্ষা করবেন?

আপনার শহরে Jio Air Fiber পরিষেবা চালু হয়েছে কি না তা জানতে, আপনাকে Jio-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর পরে, আপনাকে আপনার শহরের নাম লিখতে হবে এবং Search অপশনে ক্লিক করতে হবে।

এতে দু’রকমের প্ল্যান পেয়ে যাবেন-

বর্তমানে, কোম্পানি জিও এয়ার ফাইবারের জন্য দু’টি প্ল্যান নিয়ে এসেছে, যার একটি হল এয়ারফাইবার এবং অন্যটি হল এয়ারফাইবার ম্যাক্স। উভয় প্ল্যানেই আপনি 6 এবং 12 মাসের বৈধতা পাবেন। আপনি যদি 6 মাসের জন্য একটি প্ল্যান বেছে নেন, তাহলে আপনাকে আলাদাভাবে 1,000 টাকা ইনস্টলেশন ফি দিতে হবে। 12 মাসের প্ল্যানে ইনস্টলেশন চার্জ বিনামূল্যে।

এয়ারফাইবার প্ল্যান:

3টি প্ল্যানের দাম প্রতি মাসে 599 টাকা, 899 টাকা এবং 1199 টাকা। ইন্টারনেটের স্পিড 100 Mbps পর্যন্ত। আপনি 550টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং 14টি OTT অ্যাপে অ্যাক্সেস পাবেন। Netflix, Amazon Prime এবং JioCinema প্রিমিয়ামের সাবস্ক্রিপশন 1,199 টাকার প্ল্যানে পাওয়া যাবে।

এয়ারফাইবার ম্যাক্স প্ল্যান:

এয়ারফাইবার ম্যাক্সের অধীনে, 3টি প্ল্যানের দাম প্রতি মাসে 1,499 টাকা, 2,499 টাকা এবং 3,999 টাকা। ইন্টারনেটের স্পিড 1 জিবিপিএস পর্যন্ত। আপনি Netflix, Amazon Prime এবং JioCinema প্রিমিয়াম সহ 550টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং 14টি OTT অ্যাপে অ্যাক্সেস পাবেন।

তবে AirFiber Max প্ল্যানটি নির্বাচিত কিছু এলাকায় রয়েছে। হাই-স্পিডের ইন্টারনেট ছাড়াও, Jio AirFiber-এর অতিরিক্ত ফিচারগুলিও পাবেন, যার মধ্যে প্যারেন্টাল কন্ট্রোল, Wi-Fi 6 সাপোর্ট রয়েছে।

কীভাবে বুক করবেন?

Jio Air Fiber বুক করতে, আপনি Jio-এর অফিসিয়াল ওয়েবসাইট, Jio অ্যাপে যেতে পারেন বা কোম্পানির কাস্টমার কেয়ার নম্বরে কল করতে পারেন।

Next Article