Smartwatches: ভাইফোঁটার উপহারের জন্য 3,000 টাকার কমে এই মুহূর্তের সেরা 3 স্মার্টওয়াচ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 13, 2023 | 4:34 PM

Best Bhai Dooj Gifts 2023: ভাইফোঁটা উপলক্ষে প্রিয়জনকে দেওয়ার জন্য সব থেকে ভাল উপহার হল স্মার্টওয়াচ। বাজারে আপনি বিভিন্ন বাজেটের স্মার্টওয়াচ পেয়ে যাবেন। এখন আপনার বাজেট যদি বেশি না হয়, তাহলে 3,000 টাকা বাজেটের মধ্যে পেয়ে যেতে পারেন বেশ কিছু স্মার্টওয়াচ। সেই সব স্মার্ট হাতঘড়িতে যেমন হার্ট রেট ট্র্যাকিং রয়েছে, তেমনই আবার ব্লাড-অক্সিজ়েন লেভেল মাপার জন্য SpO2 সেন্সরও রয়েছে।

Smartwatches: ভাইফোঁটার উপহারের জন্য 3,000 টাকার কমে এই মুহূর্তের সেরা 3 স্মার্টওয়াচ
দুর্দান্ত স্মার্টওয়াচ ভাইফোঁটার সেরা উপহার হতে পারে!!

Follow Us

দীপাবলি শেষ। এদিকে ভাইফোঁটার অপেক্ষা করছেন ভাই, বোন, দিদি ও দাদারা। বছরের এই একটা সময় দিদিরা ভাইদের জন্য বা ভাইরা দিদিদের মঙ্গলকামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। দিদি বা বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেন এবং তাঁদের পছন্দসই একটা উপহারও দেন। আর এমনই একটা সময়ে ভাই, বোন, দাদা বা দিদির জন্য ভাল উপহার কী হতে পারে, তা অনেকেই ভেবে কূলকিনারা করতে পারেন না। আপনাদের বলি, ভাইফোঁটা উপলক্ষে প্রিয়জনকে দেওয়ার জন্য সব থেকে ভাল উপহার হল স্মার্টওয়াচ। বাজারে আপনি বিভিন্ন বাজেটের স্মার্টওয়াচ পেয়ে যাবেন। এখন আপনার বাজেট যদি বেশি না হয়, তাহলে 3,000 টাকা বাজেটের মধ্যে পেয়ে যেতে পারেন বেশ কিছু স্মার্টওয়াচ। সেই সব স্মার্ট হাতঘড়িতে যেমন হার্ট রেট ট্র্যাকিং রয়েছে, তেমনই আবার ব্লাড-অক্সিজ়েন লেভেল মাপার জন্য SpO2 সেন্সরও রয়েছে। 3,000 টাকার মধ্যে এই মুহূর্তের সেরা তিনটি স্মার্টওয়াচ সম্পর্কে জেনে নিন।

Hammer CONQUER

Hammer-এর এই স্মার্টওয়াচের দাম মাত্র 2,299 টাকা। CONQUER স্মার্টওয়াচটিতে 320×385 রেজ়োলিউশন সাপোর্টেড 2.02 ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ রয়েছে। একটি অতিরিক্ত ফ্রি স্ট্র্যাপ দেওয়া হচ্ছে এই স্মার্টওয়াচের সঙ্গে। ওয়াচ ব্লুটুথ সংস্করণ 5.2 সাপোর্ট করে এটি। ঘড়িটি প্রিমিয়াম বিল্ডের, IP67 ওয়াটার রেটিং প্রাপ্ত। এতে হৃদস্পন্দন, রক্তচাপ, SP02, স্ট্রেস এবং ঘুম পর্যবেক্ষণের মতো বৈশিষ্ট্য রয়েছে। 100টিরও বেশি স্পোর্টস মোড এবং বিল্ট-ইন বেশ কিছু গেমেরও সাপোর্ট রয়েছে। একাধিক ওয়াচ ফেসের এই স্মার্টওয়াচে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আবহাওয়া আপডেট, মিউজ়িক কন্ট্রোলের মতো একাধিক ফিচার্স।

Itel 2 Ultra

আইটেলের এই স্মার্টওয়াচের দাম মাত্র 2,099 টাকা। ঘড়িতে রয়েছে একটি 2 ইঞ্চির IPS ডিসপ্লে। রয়েছে একটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং স্পিকার। অত্যন্ত শক্তিশালী একটি 600mAh ব্যাটারিও দেওয়া হয়েছে। নাগাড়ে 12 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে ঘড়িটি। হার্ট রেট, SpO2, ঘুমের প্যাটার্নের ট্র্যাক করার মতো একাধিক হেল্থ ও ফিটনেস ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। তার থেকেও বড় কথা হল, 100টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচের। রয়েছে ব্লুটুথ কলিং ফিচারও। আকর্ষণীয় বিষয়টি হল, ক্যামেরা এবং মিউজ়িক কন্ট্রোলার রয়েছে এই ঘড়িতে। এছাড়া মেসেজ নোটিফিকেশন এবং ফোন ট্র্যাক করার মতো অ্যাক্সেসও রয়েছে এতে। ঘড়িটি কিনলে 1 বছরের ওয়ারান্টি পেয়ে যাবেন।

Amazfit Neo

আর একটি দুর্দান্ত স্মার্টওয়াচ, যা তৈরি করেছে Amazfit। ঘড়িটির দাম মাত্র 2499 টাকা। 28 দিন ব্যাটারি লাইফের এই স্মার্টওয়াচে চারটি নেভিগেশন বাটন রয়েছে। ঘড়িটির লুক অসামান্য, রেট্রো লুকে উপস্থাপন করা হয়েছে স্মার্টওয়াচটি। 24×7 হার্ট রেট পর্যবেক্ষণ, স্লিপ মনিটর, REM, দৌড়ানো, হাঁটার মতো অনেক স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও এতে ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি দেওয়া হয়েছে।

Next Article