AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flipkart TV Sale: স্যামসাং, এমআই, রিয়েলমি-সহ হরেক ব্র্যান্ডের স্মার্টটিভিতে অবিশ্বাস্য ছাড়! ফ্লিপকার্টে শুরু হল বিশেষ সেল

Flipkart TV Days 2022: ৭০ শতাংশ ছাড়ে নামীদামি বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টটিভি উপলব্ধ হতে চলেছে এই সেলে। স্মার্টটিভি, এইচডি টিভি, এফএইচডি টিভি, প্রতিটি ক্যাটেগরির টিভিই অবিশ্বাস্য দামে মিলবে এই সেল থেকে।

Flipkart TV Sale: স্যামসাং, এমআই, রিয়েলমি-সহ হরেক ব্র্যান্ডের স্মার্টটিভিতে অবিশ্বাস্য ছাড়! ফ্লিপকার্টে শুরু হল বিশেষ সেল
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 2:40 PM
Share

একটা সেলের রেশ মিটতে না মিটতেই আরও একটা সেল নিয়ে হাজির হল ফ্লিপকার্ট (Flipkart Sale)। এবার এই ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট টিভি ডেজ় (Flipkart TV Days) নিয়ে এল। ৭০ শতাংশ ছাড়ে নামীদামি বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টটিভি (Smart TV) উপলব্ধ হতে চলেছে এই সেলে। স্মার্টটিভি, এইচডি টিভি, এফএইচডি টিভি, প্রতিটি ক্যাটেগরির টিভিই অবিশ্বাস্য দামে মিলবে এই সেল থেকে। মিলবে বিভিন্ন সাইজ়ের টিভিও। ফোরকে স্মার্টটিভিতেও থাকছে লোভনীয় অফার। ৬ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হয়ে এই সেল চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। স্যামসাং থেকে শুরু করে থমসন, এমআই, এলজি-সহ আরও একাধিক ব্র্যান্ডের স্মার্টটিভি খুব কম দামে পাওয়া যাবে ফ্লিপকার্ট টিভি ডেজ়-এ।

তবে শুধু যে ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে, তাই নয়। সেই সঙ্গেই আবার থাকছে ক্যাশব্যাক অফারও। কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই সেলে ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন। আবার আপনার পুরনো টিভি বদলে একটি নতুন টিভিও কম দামে পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফারে। তবে হ্যাঁ,স্যামসাং ও রিয়েলমি স্মার্টটিভি-র ক্ষেত্রেই পাওয়া যাবে এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও রয়েছে, ৩ মাস, ৬ মাস, ৯ মাস এবং ১২ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশন। সেরার সেরা অফারগুলি একনজরে দেখে নেওয়া যাক।

১) এমআই ৫এক্স ১০৮সেমি (৪৩ ইঞ্চি) ফোরকে স্মার্টটিভি – ফ্লিপকার্ট সেলে আপনি পেয়ে যাবেন ৩৬ শতাংশ ছাড়ে এই স্মার্টটিভি পেয়ে যাবেন মাত্র ৩১,৯৯৯ টাকায়। এই টিভিতে রয়েছে ডলবি অ্যাটমোস এবং ডলবি ভিসন সাপোর্ট। নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম প্রিলোডেড রয়েছে এই স্মার্টটিভিতে।

২) এলজি (৪৩ ইঞ্চি) ফোরকে স্মার্টটিভি – এমনিতে মার্কেটে এই এলজি স্মার্টটিভির দাম ৫৯,৯৯০ টাকা। কিন্তু ফ্লিপকার্ট সেলে সেই টিভিই আপনি পেয়ে যাবেন মাত্র ৩৬,৯৯৯ টাকায়। এই টিভির উপরে সেলে ফ্লিপকার্ট আপনাকে ৩৮ শতাংশ ছাড় দিচ্ছে। এলজি-র এই ফোরকে স্মার্টটিভিতে রয়েছে ওয়েবওএস অপারেটিং সিস্টেম।

৩) থমসন ওথপ্রো ম্যাক্স (৪৩ ইঞ্চি) স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি – ৩৫ শতাংশ ছাড়ে এই থমসন ওথপ্রো ম্যাক্স টিভি আপনি পেয়ে যাবেন মাত্র ২৫,৯৯৯ টাকায়। সেই সঙ্গেই আবার এই টিভির ডিলসে আপনাকে একটি গুগল নেস্ট মিনি অফার করা হবে যার দাম ১,৯৯৯ টাকা। এমনকি এই টিভির ৫৫ ইঞ্চির মডেলটি ক্রয় করতেও আপনার মাত্র ৩৬,৯৯৯ টাকা খরচ হবে ফ্লিপকার্ট টিভি ডেজ়-এ।

৪) রিয়েলমি নিও (৩২ ইঞ্চি) এইচডি স্মার্টটিভি – রিয়েলমি-র এই ৩২ ইঞ্চির স্মার্টটিভি ফ্লিপকার্ট আপনাকে ৩৬ শতাংশ ছাড় দেবে। ফলে, এটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র ১৩,৯৯৯ টাকা। যদিও এই স্মার্টটিভি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম ভিডিয়ো সাপোর্ট করে না। তবে এতে ইউটিউব প্রিলোডেড থাকবে।

৫) টিসিএল পি৭১৫ (৬৫ ইঞ্চি) ফোরকে এলইডি স্মার্টটিভি – টিসিএল-এর এই অ্যান্ড্রয়েড স্মার্টটিভিতে ৫৬ শতাংশ ছাড় দেওয়া হবে। এই টিভির দাম বর্তমানে ৬৮,৯৯৯ টাকা। নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, ডিজ়নি প্লাস হটস্টার এবং ইউটিউব ইত্যাদির সবই সাপোর্ট করবে এই স্মার্টটিভি।

৬) স্যামসাং ক্রিস্টাল (৬৫ ইঞ্চি) ফোরকে টিভি – স্যামসাং-এর এই ৬৫ ইঞ্চির আলট্রা এইচডি ফোরকে এলইডি স্মার্টটিভি আপনি পেয়ে যাবেন ৮৫,৯৯০ টাকায়, যেখানে এই টিভির দাম মার্কেটে ১,১৬,৯৯০ টাকা।

আরও পড়ুন: নেটফ্লিক্স ব্যবহার জলের মতো সহজ করতে পারে এই ৬ টিপস ও ট্রিকস!

আরও পড়ুন: ৮ বছর পর গুগল ক্রোম-এর লোগো পরিবর্তন, সেই পরিবর্তন খুঁজতে গিয়ে গলদঘর্ম অবস্থা নেটাগরিকদের!

আরও পড়ুন: ইউজারদের কার্যকলাপ রিপোর্টে জানাবে হোয়াটসঅ্যাপ, মোবাইলের পর ডেস্কটপের জন্যও আসছে ফিচার