Honor Disney: 10 ঘণ্টা পর্যন্ত প্লে ব্যাক টাইম, 2 হাজার টাকারও কমে পোর্টেবল ব্লুটুথ স্পিকার নিয়ে এল Honor

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 04, 2023 | 1:32 PM

Honor Disney Bluetooth speaker: 3 জানুয়ারি তারা ডিজনি থিমের নতুন একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার লঞ্চ করল, যার নাম Honor Disney। এতে রয়েছে 43 এমএম বড় মাপের স্পিকার ইউনিট। তাছাড়া সাশ্রয়ী মূল্যের এই স্পিকারে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

Honor Disney: 10 ঘণ্টা পর্যন্ত প্লে ব্যাক টাইম, 2 হাজার টাকারও কমে পোর্টেবল ব্লুটুথ স্পিকার নিয়ে এল Honor
ডিজনি থিমের পোর্টেবল ব্লুটুথ স্পিকার।

Follow Us

Honor Portable Speaker: নতুন বছরে ফের সুখবর দিল Huawei এর এক সময়ের সাব ব্র্যান্ড, Honor। তারপর স্বাধীন ব্র্যান্ড হিসেবে Honor ব্র্যান্ডটি 2022 সালে ক্রেতাদের তাক লাগানোর জন্য ফোন ছাড়াও বিভিন্ন স্মার্ট গ্যাজেট বাজারে এনেছে। আর সেগুলি গ্যাজেট ব্য়বহারকারীদের কাছে বিশেষ জনপ্রিয়। আর 3 জানুয়ারি তারা ডিজনি থিমের নতুন একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার লঞ্চ করল, যার নাম Honor Disney। এতে রয়েছে 43 এমএম বড় মাপের স্পিকার ইউনিট। তাছাড়া সাশ্রয়ী মূল্যের এই স্পিকারে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

তবে চলুন দেখে নেওয়া যাক নতুন Honor Disney পোর্টেবল ব্লুটুথ স্পিকারের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম:

নতুন অনর ডিজনি পোর্টেবল ব্লুটুথ স্পিকারটিতে রয়েছে ইনবিল্ট 5 W হাই পাওয়ার আউটপুট এবং 43mm ডায়ামিটার স্পিকার ইউনিট। স্পিকারটিতে উচ্চবেস এবং ডায়নামিক সাউন্ড এফেক্ট রয়েছে। নতুন এই অডিও ডিভাইসটির পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে 1000 mAh লিথিয়াম ব্যাটারি, যা একবার চার্জ দিলে 10 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ইউএসবি সি পোর্টের মাধ্যমে স্পিকারটিকে চার্জ দেওয়া যাবে। এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। ফলে শুধুমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমে স্পিকারের ভলিউম নিয়ন্ত্রণ, মিউজিক ট্র্যাক পরিবর্তন, গান চালু করা কিংবা বন্ধ করা সম্ভব।

স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়ালের তৈরি নতুন এই স্পিকারে থাকছে, ব্লাইন্ড টাচ সেনসিটিভ ফিজিক্যাল বাটন। এছাড়াও জল এবং ধুলো থেকে সুরক্ষা দেবে। Honor Disney পোর্টেবল ব্লুটুথ স্পিকারে অনর স্মার্ট স্পেস (Honor Smart Space) অ্যাপ চলবে, ফলে অ্যাপের মাধ্যমেই স্পিকারটিকে নিয়ন্ত্রণ করা যাবে।

চিনের বাজারে Honor Disney পোর্টেবল ব্লুটুথ স্পিকারের দাম রাখা হয়েছে 149 ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1,787 টাকা। চার্ম রেড, ম্যাজিক নাইট ব্ল্যাক, উইজার্ড গ্রীন এবং মিন্ট ব্লু, এই চারটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে স্পিকারটি।

Next Article