32 ইঞ্চির OnePlus স্মার্টটিভি Flipkart-এ মাত্র 4,999 টাকায়, স্টক ফুরনোর আগেই কিনে ফেলুন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 04, 2023 | 3:25 PM

OnePlus-এর একটি 32 ইঞ্চির স্মার্টটিভিতে আপনি পেতে পারেন দুর্দান্ত ছাড়। তার জন্য আপনাকে ঢুঁ মারতে হবে Flipkart-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ফ্লিপকার্ট থেকে 32 ইঞ্চির OnePlus Y1S আপনি পেয়ে যেতে পারেন মাত্র 4,999 টাকায়, যেখানে স্মার্টটিভিটির দাম 21,999 টাকা।

32 ইঞ্চির OnePlus স্মার্টটিভি Flipkart-এ মাত্র 4,999 টাকায়, স্টক ফুরনোর আগেই কিনে ফেলুন
ওয়ানপ্লাস টিভিতে দুর্দান্ত ছাড়।

Follow Us

Smart TV Offer: আর একটা নতুন বছর চলে এসেছে। নতুন বছর মানেই অনেক কিছু নতুন কেনাকাটির করার প্ল্যানিং থাকে আমাদের। 2023 সালে আপনি কি কোনও স্মার্টটিভি কেনার চিন্তাভাবনা করছেন? OnePlus-এর একটি 32 ইঞ্চির স্মার্টটিভিতে আপনি পেতে পারেন দুর্দান্ত ছাড়। তার জন্য আপনাকে ঢুঁ মারতে হবে Flipkart-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ফ্লিপকার্ট থেকে 32 ইঞ্চির OnePlus Y1S আপনি পেয়ে যেতে পারেন মাত্র 4,999 টাকায়, যেখানে স্মার্টটিভিটির দাম 21,999 টাকা। এই স্মার্ট টেলিভিশনে একদিকে যেমন ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তেমনই আবার রয়েছে ব্যাঙ্ক, এক্সচেঞ্জ-সহ আরও একাধিক অফার। এখন, একুশ হাজার টাকারও বেশি মূল্যের একটি স্মার্টটিভি আপনি কীভাবে পাঁচ হাজারেরও কম দামে পেতে পারেন, সেই তথ্যই একবার জেনে নেওয়া যাক।

OnePlus Y1S 32 ইঞ্চির HD রেডি LED টিভি: ডিসকাউন্ট, অফার

এমনিতে এই ওয়ানপ্লাস স্মার্ট টেলিভিশনের দাম 21,999 টাকা। প্রাথমিকভাবে, ফ্লিপকার্ট এই OnePlus Y1S 32 ইঞ্চির টিভির উপরে 6,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। এই ডিসকাউন্টের পরে স্মার্টটিভিটি আপনি পেয়ে যাবেন 15,999 টাকায়। এরপরে আবার রয়েছে ব্যাঙ্ক অফারে, যাতে করে আপনি টিভিটি আপনি আরও কম খরচে কিনতে পারবেন। আপনার কাছে যদি Flipkart Axis Bank-এর কার্ড থাকে, তাহলে 5% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে No Cost EMI অফার। সেই অফারে প্রতি মাসে আপনি 2,667 টাকা করে EMI দিয়ে এই OnePlus টিভি বাড়ি নিয়ে আসতে পারেন।

অফারের এখানেই শেষ নয়। সবথেকে বড় অফারটি পাবেন, যদি আপনার পুরনো স্মার্টটিভি এক্সচেঞ্জ করে নিজেকে OnePlus Y1S 32 ইঞ্চির HD রেডি LED টিভিতে আপগ্রেড করিয়ে নেন। আর সেই এক্সচেঞ্জ অফারেই এই ওয়ানপ্লাস স্মার্টটিভি ক্রয় করলে আপনাকে 11,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। সেই এক্সচেঞ্জ ভ্যালুর সম্পূর্ণ সুবিধা আপনি নিতে পারলেই মাত্র 4,999 টাকাতেই কিনতে পারবেন ওয়ানপ্লাসের জব্বর টিভিটি।

OnePlus Y1S স্মার্টটিভি: ফিচার ও স্পেসিফিকেশন

32 ইঞ্চির এই স্মার্টটিভিতে রয়েছে HD Ready LED ডিসপ্লে। এটি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, যার ডিসপ্লের পিক্সেল রেজ়োলিউশন 1366 X 768। এই ওয়ানপ্লাস টিভিতে আপনি Netflix, Prime Video, Disney + Hotstar এবং YouTube-এর মতো OTT এবং অ্যান্ড্রয়েড অ্যাপগুলি বিল্ট-ইন পেয়ে যাবেন।

বিল্ট-ইন গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ক্রোমকাস্টের সাপোর্ট রয়েছে এই ওয়ানপ্লাস টিভিতে। এর সাউন্ড আউটপুট 20 ওয়াট। ডলবি অডিও সাউন্ড টেকনোলজি রয়েছে এতে। এদিকে টিভির ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz। তবে এই টিভি ক্রয় করলে সবথেকে বড় সুবিধা হল এর ওয়ারান্টি পিরিয়ড। এই স্মার্টটিভিতে আপনি পেয়ে যাবেন 1 বছরের ওয়ারান্টি। পাশাপাশি টিভির প্যানেলেও মিলবে 1 বছরের অতিরিক্ত ওয়ারান্টি।

Next Article