Jio Fiber ছেড়ে AirFiber নেবেন ভাবছেন? কিন্তু সুবিধা কোনটায় বেশি?
Jio Fiber vs Jio AirFiber: আপনি Jio ওয়েবসাইটের হেল্পলাইন নম্বরের সাহায্যে এই ডিভাইসটি অনলাইনে বুক করতে পারেন। বর্তমানে, Jio AirFiber ভারতের 8টি শহরে চালু হয়েছে। সেই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুনে।
Reliance Jio সদ্য বাজারে AirFiber ডিভাইস চালু করেছে। আর ডিভাইসটি আসার পর থেকেই অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন জাগছে। অথচ সব প্রশ্নের সঠিক উত্তর কোথাও পাচ্ছেন না। আপনি Jio ওয়েবসাইটের হেল্পলাইন নম্বরের সাহায্যে এই ডিভাইসটি অনলাইনে বুক করতে পারেন। বর্তমানে, Jio AirFiber ভারতের 8টি শহরে চালু হয়েছে। সেই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুনে। Jio-এর মতো এয়ারটেলও AirFiber নিয়ে এসেছে। Jio-এর এই নতুন ডিভাইসের ইন্টারনেট পরিষেবা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে, যেমন এই পরিষেবাটি কীভাবে ফাইবার লাইন থেকে আলাদা? এটা নেওয়া উচিত কি না? ডিভাইসটি কোথাও নিয়ে যাওয়া যাবে কি না আরও অনেক কিছু।
জিও ফাইবার এবং এয়ারফাইবারের মধ্যে পার্থক্য কী?
দু’টি ডিভাইসের মধ্যে পার্থক্য হল প্রযুক্তির। Jio Fiber-এ আপনি তারের মাধ্যমে ইন্টারনেট পান। আর AirFiber ওয়্যারলেস। অর্থাৎ এতে আপনি তার ছাড়াই ইন্টারনেট পাবেন।
যদি Jio Fiber ইতিমধ্যেই ইনস্টল করা থাকে, তাহলে AirFiber কেনা উচিত?
প্রথমেই জেনে নিন, Jio Fiber-এর প্ল্যানগুলি AirFiber-এর থেকে সস্তা। ফলে আপনার বাড়িতে যদি Jio Fiber ইতিমধ্যেই ইনস্টল করা থাকে, তাহলে সেটিকে বাতিল করে আপনি নতুন ডিভাইসটি নেবেন কি না, তা সম্পূর্ণ আপনার উপর। তবে আপনি অবশ্যই নতুন ডিভাইসটি ব্যাকআপ হিসাবে রাখতে পারেন।
আপনি কি কোথাও Jio AirFiber নিয়ে যেতে পারবেন?
আপনি Jio Fiber ডিভাইসটি কোথাও নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন না। তার কারণ হল এটি তারের সঙ্গে কানেক্ট করা থাকে। তবে আপনি চাইলে এয়ার ফাইবারটি কোথাও নিয়ে যেতে পারেন। তবে সেটা বেশি দূরে নয়। এই ডিভাইসের রেঞ্জ থেকে এয়ার ফাইবার সরানোর সঙ্গে সঙ্গেই ইন্টারনেটের গতি কমে যাবে এবং আপনার নেট কাজ করবে না।
ইনস্টলেশন খরচ কত?
Jio Fiber-এর ইনস্টলেশন খরচ 1,000 টাকা। আপনি যদি এক বছরের কোনও প্ল্যান চান, তবে তবে আপনাকে কোনও ইনস্টলেশন খরচ দিতে হবে না। ইতিমধ্যে যদি আপনার Jio Fiber ইনস্টল করা থাকে এবং আপনি Jio AirFiber-এ আপগ্রেড করার কথা ভেবে থাকেন, তাহলেও আপনাকে ইনস্টলেশন খরচ দিতে হবে।