Kissing Device: বহু দূরে থেকেও সঙ্গীকে চুমু, ‘কিসিং ডিভাইস’ নামক অবাক যন্ত্রে দুনিয়া তোলপাড়
Kissing Device Video: চিন এবার এমন এক মোক্ষম ডিভাইস নিয়ে হাজির হল, যা দূরবর্তী স্থানে থেকেও প্রেমিক-প্রেমিকাদের একে অপরকে চুমু খেতে দেবে। অদ্ভুত এই ডিভাইসের নাম 'কিসিং ডিভাইস' বা চুম্বন যন্ত্র। কীভাবে এই ডিভাইস কাজ করে, জেনে নিন।
Kissing Device China: দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়! হ্যাঁ, প্রেম এমনই এক বস্তু, যার দূরত্ব বাড়লেই যোগাযোগ নিভে যেতে থাকে। লং ডিসট্যান্স রিলেশনশিপ টেকানো যে বড় দায়, তা ইদানিংকালের প্রেমিক-প্রেমিকাদের থেকে ভাল আর কেউ বোঝেন না। কিন্তু চিন যে আবার এমন দেশ, যাকে হাড়ে হাড়ে চেনে বিশ্ববাসী। উদ্ভট-উদ্ভট, কিম্ভুতকিমাকার ডিভাইস নিয়ে আসায় শি জ়িনপিংয়ের দেশের ধারেকাছে কেউ ঘেঁষতে পারবে না। সেই চিনই এবার এমন এক মোক্ষম ডিভাইস নিয়ে হাজির হল, যা দূরবর্তী স্থানে থেকেও প্রেমিক-প্রেমিকাদের একে অপরকে চুমু খেতে দেবে। অদ্ভুত এই ডিভাইসের নাম ‘কিসিং ডিভাইস’ (Kissing Device) বা চুম্বন যন্ত্র। যে সংস্থা এই ডিভাইস তৈরি করেছে, তাদের দাবি যুগলরা একে অপরকে স্পর্শ না করেও Kissing Device-এর মাধ্যমে লং ডিসট্যান্স রিলেশনশিপে চুম্বন করতে পারবেন।
ভাবতে বসে গেলেন তো! কীভাবে রিমোট অবস্থানে থেকে একে অপরের সঙ্গে চুম্বন করবেন, একে অপরকে স্পর্শ না করেই বা কীভাবে চুমু খাবেন, এই সব বিষয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই তো? আপনার সব প্রশ্নের উত্তর জানতে, Kissing Device সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক।
Kissing Device কে তৈরি করলেন?
গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, পূর্ব চিনের জ়িয়াংসু প্রদেশের একটি বিশ্ববিদ্যালয় এই চুম্বন যন্ত্র বা কিসিং ডিভাইসটির উদ্ভাবন করেছে। এই অবাক যন্ত্র সম্পর্কে বলা হচ্ছে, দূর থেকে এই ডিভাইসের সাহায্যে একে অপরকে চুমু খেতে পারবেন যুগলরা। যিনি ডিভাইসটি তৈরি করেছেন, তাঁরা দাবি করেছেন চুম্বনের অভিজ্ঞতা একবারে বাস্তবের মতোই হবে। Kissing Device তৈরি করেছেন, জ়িয়াং ঝংলি (Jiang Zhongli) নামের এক ব্যক্তি। তিনিই এই ডিভাইস তৈরি করেছেন নিজে প্রয়োজনীয়তা অনুভব করার পরেই। দূরত্ব অনেকটাই হওয়ার ফলে ঝংলি তাঁর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারতেন না। সেই শূন্যতা এবং প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হতে না-পারার কারণেই ডিভাইসটি আবিষ্কার করেন তিনি। জ়িয়াং ঝংলি জানিয়েছেন, এই ডিভাইস ব্যবহার করে কাপলরা যখন একে অপরকে চুমু খাবেন, তখন দূরত্ব ঘুচে যাবে। এমনই অনভূতির মধ্যে দিয়ে একজন যাবেন, মনে হবে যেন সঙ্গী কাছেই আছেন।
Remote kissing device for long-distance lovers, invented and patented by Chinese university student in Changzhou City. The mouth-shaped module, served as an inducing area for lovers to make the kiss and then it can transfer kiss gesture to the “mouth” on the other side. pic.twitter.com/5i2ogMiUXe
— China in Pictures (@tongbingxue) February 22, 2023
Kissing Device কীভাবে কাজ করে?
একটি সেন্সরের মাধ্যমে কাজ করে এই Kissing Device। এমনই কিছু সেন্সর এই ডিভাইসের সঙ্গে কানেক্ট করা রয়েছে, যেগুলি বাস্তব চুমুর অভিজ্ঞতা দেয়। ডিভাইসটি দেখতে এক্কেবারে মুখের মতোই। সেই মুখে রয়েছে দুটি সিলিকনের ঠোঁট (Silicon Lips)। ডিভাইসের মাধ্যমে Kiss করতে ব্যবহারকারীদের প্রথমে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর ডিভাইসটিকে ফোনের চার্জিং পোর্টে প্লাগ ইন করতে হবে। অ্যাপের মাধ্যমে পার্টনারের সঙ্গে পেয়ার করার পর তাঁরা দুজনে একটি ভিডিয়ো কল করতে পারবেন। তারপরই যুগলরা একে অপরের কাছে নিজেদের চুম্বন পাঠাতে পারবেন।
Kissing Device-এর দাম কত?
গ্লোবাল টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসের সাহায্যে অজানা ব্যক্তিরাও একে অপরকে চুম্বন করতে পারবেন। তারপর ইউজাররা নিজেদের Kiss অ্যাপের মধ্যে আপলোডও করতে পারবেন। চিনে এই Kissing Device-এর দাম 288 Yuan, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3,433 টাকা।
এই ডিভাইসের সেন্সর এমনই যে, যুগলরা রিয়্যাল টাইম Kissing-এর অভিজ্ঞতাই সঞ্চয় করতে পারবেন। এই চুম্বন যন্ত্রের সাহাযযেই এখন প্রেমিক-প্রেমিকারা লং ডিসট্যান্স রিলেশনশিপে থেকে, একে অপরের সঙ্গে দেখা করতে না পেরে চুম্বনের অভিজ্ঞতা পাবেন। সোশ্যাল মিডিয়ায় এই Kissing Device নিয়ে রীতিমতো ঝড় উঠেছে। এর একটি ভিডিয়োও খুব ভাইরাল হয়েছে। কীভাবে অবাক যন্ত্রের সাহায্যে যুগলরা একে অপরকে চুমু খেতে পারেন, তাই দেখানো হয়েছে ভিডিয়োতে।