Smart TV Discount: স্মার্ট টেলিভিশন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে Flipkart আপনার জন্য দুরন্ত অফার নিয়ে এসেছে। MarQ LED TV-তে মোটা অঙ্কের ডিসকাউন্ট দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। প্রাথমিক ভাবে সংস্থার তরফে ছাড় তো দেওয়াই হচ্ছে। তার উপরে থাকছে বিভিন্ন ব্যাঙ্কের অফারও। শুধু তাই নয়। সবথেকে লোভনীয় ছাড় আপনি পেয়ে যাবেন, যখন আপনার পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টটিভি বদলাবেন। মাত্র 749 টাকাতেই আপনি বাড়ি নিয়ে আসতে পারেন MarQ LED TV। কীভাবে এত অল্প দামে স্মার্ট টেলিভিশনটি আপনার বাড়িতে নিয়ে আসবেন, জেনে নিন সব তথ্য।
MarQ LED TV: এক্সচেঞ্জ অফার
আপনার বাড়িতে যে স্মার্টটিভি রয়েছে, তার কি অনেক বয়স হল? তাহলে এবারই তো সেই টেলিভিশন সেটটি বদলে নেওয়ার ভাল সময় এসে গিয়েছে। নিজের টিভি আপগ্রেড করে নিতে পারেন Flipkart এবং MarQ-র আকর্ষণীয় অফারে। আপনার পুরনো স্মার্টটিভি যদি বদলে নেন, তাহলে পেয়ে যাবেন 4,750 টাকা পর্যন্ত ছাড়। তার ফলেই আপনি এক্সচেঞ্জ অফারে MarQ LED TV পেয়ে যাবেন মাত্র 749 টাকায়।
MarQ LED TV: ডিসকাউন্ট অফার
এমনিতে মার্কেটে এই MarQ LED TV-র দাম 14,999 টাকা। তবে এই স্মার্টটিভিই আপনি পেয়ে যাবেন মাত্র 5,499 টাকায়। অর্থাৎ সরাসরি 9,000 টাকার ডিসকাউন্ট থাকছে আপনার জন্য। তবে অফারের এখানেই শেষ নয়। এর পরেও আবার থাকছে ব্যাঙ্ক অফার। তাতে করে আপনি আরও ছাড় পেয়ে যাবেন। অনলাইন রিটেলারটি যে সব অফার দিচ্ছে, সেগুলিই একবার দেখে নেওয়া যাক।
1) ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই স্মার্টটিভি ক্রয় করলে আপনি পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক।
2) ফ্লিপকার্ট ফার্নিচারে আপনি 500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।
3) এছাড়াও আপনি পেয়ে যাবেন ফ্লিপকার্ট গিফট কার্ড যাতে আরও অতিরিক্ত 500 টাকা অফ পাবেন, তবে তার জন্য আপনাকে ফ্লিপকার্ট পে লেটার-এ সাইন আপ করতে হবে।
MarQ LED TV: স্পেসিফিকেশন, ফিচার
MarQ-র এই বাজেট ফ্রেন্ডলি স্মার্ট LED টিভির ডিসপ্লে 32 ইঞ্চির। টিভিটির ডিসপ্লের রেজ়োলিউশন 1366 x 768 পিক্সেল এবং রিফ্রেশ রেট 60Hz। স্মার্ট টেলিভিশনটিতে দুটি স্পিকার্স-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।