ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস বাডস প্রো, দেখে নিন এই ইয়ারবাডসের বিভিন্ন ফিচার

এর আগে গত বছর অর্থাৎ ২০২০ সালের জুলাই মাসে ওয়ানপ্লাস বাডস লঞ্চ হয়েছিল। ওই ইয়ারফোনের মডেলের নাম ছিল ওয়ানপ্লাস বাডস জেড।

ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস বাডস প্রো, দেখে নিন এই ইয়ারবাডসের বিভিন্ন ফিচার
ভারতে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ করেছে ওয়ানপ্লাস।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2021 | 10:23 PM

ওয়ানপ্লাস নর্ড ২ স্মার্টফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস বাডস প্রো ইয়ারফোন। এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের দাম প্রসঙ্গে এখনও কিছু জানায়নি ওয়ানপ্লাস সংস্থা। কবে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে সেই ব্যাপারেও কিছু জানানো হয়নি। তবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট ও ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর থেকে এই ইয়ারবাড কেনা যাবে বলে জানা গিয়েছে। এর আগে গত বছর অর্থাৎ ২০২০ সালের জুলাই মাসে ওয়ানপ্লাস বাডস লঞ্চ হয়েছিল। ওই ইয়ারফোনের মডেলের নাম ছিল ওয়ানপ্লাস বাডস জেড। এবার ওয়ানপ্লাস বাডস প্রো লঞ্চ করতে চলেছে সংস্থা।

একনজরে দেখে নেওয়া যাক ওয়ান বাডস প্রো- এর বিভিন্ন ফিচার

  • প্রিমিয়াম ট্রু ওয়্যারলেস এই ইয়ারবাডসে রয়েছে প্রো গেমিং মোড।
  • এছাড়াও এই ডিভাইসে রয়েছে এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার।
  • এই ইয়ারবাডসে রয়েছে তিনটি মোড। এক্সট্রুম, ফেন্ট এবং স্মার্ট— এই তিনটি মোড রয়েছে এই ডিভাইসে।
  • এছাড়াও এখানে রয়েছে থ্রি-মাইক্রোফোন সেটআপ। তার মধ্যে আবার রয়েছে কাস্টম নয়েজ রিডাকশন অ্যালগোরিথম। এর সাহায্যে আনওয়ান্টেড বা যে আওয়াজ ইউজার শুনতে চান না, তা সরিয়ে দেওয়া সম্ভব।
  • ডলবি অ্যাটমোস সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস বাডস প্রো ইয়ারফোনে।
  • এই ইয়ারবাড IP44 সার্টিফিকেশন যুক্ত। অর্থাৎ ধুলো এবং জলের ক্ষেত্রে এই ডিভাইস রেসিসট্যান্ট।
  • ওয়ানপ্লাস বাডস প্রো- এর চার্জিং কেসে রয়েছে টাইপ সি ইউএসবি এবং ওয়্যারলেস চার্জের ব্যবস্থা।
  • ব্লুটুথ যুক্ত করার (ভি ৫.২) অপশন রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়া ওয়ানপ্লাস স্মার্টফোনের সঙ্গে দ্রুত যুক্ত করা যায় এই ডিভাইস (সিমলেস ফাস্ট কানেক্টিভিটি)।
  • ওয়ানপ্লাস বাডস প্রো ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের সাহায্যে HeyMelody অ্যাপ অ্যাকসেস করে গান শুনতে পারবেন ইউজাররা।
  • ওয়ানপ্লাস সংস্থার দাবি, তাদের এই ইয়ারবাডসে ৩৮ ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে। মাত্র ১০ মিনিট Warp wired charging সাপোর্টে চার্জ দিলে নাকি টানা ১০ ঘণ্টা প্লেব্যাক ফিচার দেবে এই ইয়ারবাডস। এমনটাই জানিয়েছে ওয়ানপ্লাস সংস্থা।

আরও পড়ুন- Flipkart Big Saving Days Sale: স্মার্টফোনের সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট এবং হোম অ্যাপ্লায়েন্সেও থাকছে ছাড়