AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi Watch 4: AMOLED ডিসপ্লের নতুন স্মার্টওয়াচ আনছে Redmi, কেমন হতে পারে ফিচার?

Redmi Watch 4 স্মার্টওয়াচটিতে রয়েছে একটি 1.97 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz। এই ডিসপ্লেটি 600 নিটস ব্রাইটনেস দিতে পারে, যা আউটডোরে ব্যবহারের জন্য যথার্থ। এই স্ক্রিনটি LTPS টেকনোলজিও সাপোর্ট করে। আর এই প্রযুক্তি থাকার মানে হল, স্মার্টওয়াচটি সামান্য চার্জেই দীর্ঘক্ষণের ব্যাকআপ দিতে পারবে। এই ঘড়িতে প্রায় 200টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে, যা ব্যবহারকারীদের স্টাইলের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে।

Redmi Watch 4: AMOLED ডিসপ্লের নতুন স্মার্টওয়াচ আনছে Redmi, কেমন হতে পারে ফিচার?
জলদি আসছে নতুন রেডমি স্মার্টওয়াচ।
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 5:31 PM
Share

29 নভেম্বর বড় ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। সেই দিন Redmi ব্র্যান্ডিংয়ে দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করবে সংস্থাটি। ভক্তরা দীর্ঘ সময় ধরে সেই ফোনের অপেক্ষা করছিলেন, যার নাম Redmi K70। একটি সিরিজ় হিসেবে আত্মপ্রকাশ করতে পারে ফোনটি, যেখানে আরও একটি বা দুটি ফোন থাকতে পারে। তবে শুধুই এই মোবাইল বা তারা সিরিজ় নয়। তার পাশাপাশি দুর্দান্ত একটি স্মার্টওয়াচও নিয়ে আসছে Redmi। সেই স্মার্ট হাতঘড়িটির নাম Redmi Watch 4।

চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে Redmi Watch 4 প্রথম বারের মতো দেখা যায়। অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম দেওয়া হচ্ছে ঘড়িটিতে। সেই সঙ্গেই আবার এটি প্রথম Redmi স্মার্টওয়াচ হতে চলেছে, যাতে মেটাল বডি থাকছে। ফ্রেমটিতে রয়েছে স্টেইনলেস স্টিলের রোটেটিং ক্রাউন। সংস্থা এই ডিজ়াইনটিকে বলছে, ‘ডায়মন্ড কাট’।

Redmi Watch 4 স্মার্টওয়াচটিতে রয়েছে একটি 1.97 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz। এই ডিসপ্লেটি 600 নিটস ব্রাইটনেস দিতে পারে, যা আউটডোরে ব্যবহারের জন্য যথার্থ। এই স্ক্রিনটি LTPS টেকনোলজিও সাপোর্ট করে। আর এই প্রযুক্তি থাকার মানে হল, স্মার্টওয়াচটি সামান্য চার্জেই দীর্ঘক্ষণের ব্যাকআপ দিতে পারবে। এই ঘড়িতে প্রায় 200টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে, যা ব্যবহারকারীদের স্টাইলের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে। এর মধ্যে কিছু ওয়াচ ফেস ইতিমধ্যেই একটি টিজ়ারে দেখা গিয়েছে।

রেডমি ইতিমধ্যেই নিশ্চিত বার্তা দিয়েছে যে, চারটি ভিন্ন রিস্টব্যান্ড সহযোগে হাজির হবে স্মার্টওয়াচটি- মেটাল, লেদার, ফেবরিক এবং টিপিইউ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 5ATM ওয়াটার রেজ়িস্ট্যান্স এবং বিল্ট-ইন জিপিএস।