Reliance AGM 2021: জিওফোন ৫জি, জিওবুক লঞ্চ হতে পারে এই ভার্চুয়াল অনুষ্ঠানে
রিলায়েন্সের এজিএম ২০২১। সংস্থার অফিশিয়াল ইউটিউব, ফেসবুক, টুইটার, এই সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই ভার্চুয়াল অনুষ্ঠানের লাইভ স্ট্রিম করা হবে।
রিলায়েন্স জিওর এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ভারতীয় সময় দুপুর ২টো থেকে এই ভার্চুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। অনুমান, আজকের এই ইভেন্টে জিওফোন ৫জি, জিওবুক অর্থাৎ জিওর ল্যাপটপ এবং দেশে ৫জি পরিষেবা চালু করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, জিওফোন ৫জি তৈরিতে রিলায়েন্সকে সাহায্য করেছে গুগল। এটি একটি অ্যানড্রয়েড ফোন হিসেবেই লঞ্চ হবে। এর পাশাপাশি জিওর প্রথম ল্যাপটপ জিওবুকও আজই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিলায়েন্স এজিএম ২০২১ লাইভ দেখবেন কীভাবে?
রিলায়েন্সের এজিএম ২০২১। সংস্থার অফিশিয়াল ইউটিউব, ফেসবুক, টুইটার, এই সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই ভার্চুয়াল অনুষ্ঠানের লাইভ স্ট্রিম করা হবে।
রিলায়েন্স এজিএম ২০২১ চ্যাটবোট
জিওর এই ভার্চুয়াল ইভেন্টে কীভাবে যোগ দেবেন, লাইভ স্ট্রিমিংয়ের লিঙ্ক কোথায়, কীভাবে পাবেন— অর্থাৎ রিলায়েন্সের ২০২১ এজিএম প্রসঙ্গে যাবতীয় যা প্রশ্ন রয়েছে, সবকিছুর উত্তর পাওয়া যাবে এই চ্যাটবোটে। ইউজারদের শুধু +917977111111 নম্বর সেভ করতে হবে। এটি একটি হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটি ‘হাই’ লিখে পাঠাতে হবে। এরপর চ্যাটবোডের তরফে একগুচ্ছ অপশন দেওয়া হবে। ইউজার তাঁর পছন্দমতো একটি অপশন বেছে নিতে পারবেন।
জিও ৫জি ফোন
আগেই শোনা গিয়েছিল ২৪ জুন রিলায়েন্সের এজিএম- এই জিওর ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম হতে পারে ৫ হাজার টাকার মধ্যে। গুগলের সঙ্গে জোট বেঁধে এই অ্যানড্রয়েড ডিভাইস তৈরি করেছে রিলায়েন্স জিও। জানা গিয়েছে, জিওর নতুন ৫জি স্মার্টফোনে জিওর নিজস্ব অপারেটিং সিস্টেম থাকতে পারে। তবে এর পাশাপাশি এই ফোনে ‘অ্যানড্রয়েড গো’ থাকার সম্ভাবনা রয়েছে বলেও শোনা গিয়েছে। অন্যদিকে, এই ফোনে সম্ভবত Qualcomm- এর চিপসেট থাকতে পারে। উল্লেখ্য, Qualcomm- এর অন্যতম সস্তা চিপসেট হল Snapdragon 480 প্রসেসর। ‘অ্যাফোর্ডেবল’ স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার করতে পারে জিও।
জিওবুক
জিওর প্রথম ল্যাপটপ জিওবুক লঞ্চ হতে পারে আজ। কম দামের এই ল্যাপটপে ফিচার থাকবে যথেষ্ট আধুনিক। এই ডিভাইসে ৪জি এলটিই সাপোর্ট থাকতে পারে।
জিওর ৫জি রোলআউট প্ল্যান
২০২১ সালের দ্বিতীয় ভাগের মধ্যে ভারপ্তে ৫জি পরিষেবা চালু করার কথা বলেছিল রিলায়েন্স। অনুমান, আজকের এজিএম ইভেন্টে জিও ৫জি পরিষেবা প্রসঙ্গে বিস্তারিত বিবরণ দিতে পারেন জিও কর্তৃপক্ষ।
আরও পড়ুন- জিওকে পাল্লা দিতে ৪৪৭ টাকাতেই ৫০ জিবি ডেটাপ্যাকের প্ল্যান আনল ভোডাফোন-আইডিয়া