Tata Play: মাত্র ৪৯ টাকায় নজরকাড়া প্ল্যান নিয়ে এল টাটা প্লে, রিচার্জ করলেই চার-চারটে ওটিটি প্ল্যাটফর্মের অ্যাকসেস

Rs 49 Binge Starter Pack: মাত্র ৪৯ টাকার একটি অনবদ্য প্ল্যান নিয়ে এল টাটা প্লে। এই বিঞ্জ স্টার্টার প্ল্যানটির মেয়াদ ১ মাস। মোট চারটি ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট এই প্ল্যানে চাক্ষুষ করতে পারবেন গ্রাহকরা।

Tata Play: মাত্র ৪৯ টাকায় নজরকাড়া প্ল্যান নিয়ে এল টাটা প্লে, রিচার্জ করলেই চার-চারটে ওটিটি প্ল্যাটফর্মের অ্যাকসেস
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 7:19 AM

বিঞ্জ স্টার্টার প্যাক (Binge Starter Pack) নিয়ে হাজির হল টাটা প্লে (আগের নাম টাটা স্কাই), যেখানে উপভোক্তাদের একাধিক ওটিটি (OTT) কন্টেন্ট অ্যাকসেস করার সুযোগ দেওয়া হবে। এই নতুন বিঞ্জ স্টার্টার প্যাকে মোট চারটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাকসেস দেওয়া হবে ইউজারদের, যা ব্যবহার করা যাবে যে কোনও ডিভাইসে টাটা প্লে (Tata Play) বিঞ্জ অ্যাপ থেকে। টাটা প্লে-র এই বিঞ্জ স্টার্টার প্যাকের জন্য ইউজারদের মাত্র ৪৯ টাকা খরচ করতে হবে। একবার এই প্ল্যানটি রিচার্জ করলে তার মেয়াদ থাকবে ৩০ দিন পর্যন্ত। সেই সঙ্গেই আবার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীদের সাত দিনের ট্রায়ালও অফার করা হবে। এই প্যাকটির সাহায্যে মোট তিনটি মোবাইল ডিভাইস থেকে চারটি স্ট্রিমিং সার্ভিস অ্যাকসেস করা যাবে। আর সেই চারটি প্ল্যাটফর্ম হল, ইরস নাও, হাঙ্গামা, শেমারুমি এবং জ়িফাইভ।

এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, টাটা স্কাই বিঞ্জ স্টার্টার প্যাক কোনও টিভি বা ওয়েবের ক্ষেত্রে কন্টেন্ট স্ট্রিমিং অফার করবে না। কেবল মাত্র স্মার্টফোনের জন্যই উপলব্ধ এই প্ল্যানটি। টাটা প্লে ইউজারদের এই প্ল্যানটি ব্যবহার করতে গেলে একটি অ্যাক্টিভ ডিটিএইচ কানেকশনের প্রয়োজন। আর তারপরই আপনি স্মার্টফোন থেকে এই ৪৯ টাকার টাটা প্লে বিঞ্জ স্টার্টার প্যাকটি ব্যবহার করতে পারবেন।

টাটা প্লে-তে নেটফ্লিক্স

চলতি বছরের জানুয়ারি মাসেই টাটা স্কাই রিব্র্যান্ডিং হয়ে নতুন টাটা প্লে নামটি পেয়েছে। রিব্র্যান্ডিংয়ের সময়ই টাটা প্লে বিঞ্জ কম্বো প্ল্যানটি নিয়ে আসা হয়েছিল, যেখানে গ্রাহকদের নেটফ্লিক্স অফার করা হয়। তবে এই প্ল্যানগুলি কার্যকর হবে কেবল মাত্র টাটা প্লে বিঞ্জ প্লাস স্মার্ট সেট টপ বক্সের ক্ষেত্রেই। যে সব গ্রাহকরা রেগুলার সেট টপ বক্স ব্যবহার করেন, তাঁরা নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন না।

টাটা প্লে ডিটিএইচ সাবস্ক্রাইবাররা নেটফ্লিক্সের বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন। আর সেই বাছাইয়ের কাজটি করতে হবে নতুন কম্বো প্যাকের মাধ্যমেই। টাটা প্লে ওয়ালেট ব্যবহার করে বিল পেমেন্টের কাজটিও নির্বিঘ্নে করা যাবে।

দ্য বিঞ্জ প্লাস স্মার্ট সেট টপ বক্সের দাম ২,৪৯৯ টাকা। তবে এই দামের মধ্যে টাটা প্লে-র বিঞ্জ প্ল্যান যেখানে ওটিটি অ্যাপস অফার করা হয়, তার ২৯৯ টাকা খরচটি ধার্য করা হচ্ছে না। ১০৮০ পিক্সেল রেজ়োলিউশন, বিল্ট-ইন ক্রোমকাস্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার্ড ভয়েস সার্চ অফার করে হবে এই বিঞ্জ প্লাস স্মার্ট সেট টপ বক্সের মাধ্যমে।

আরও পড়ুন: আর একটা সস্তার স্মার্টফোন নিয়ে আসছে মাইক্রোম্যাক্স, মে মাসেই বাজার কাঁপাতে আসছে!

আরও পড়ুন: এক ছাতার তলায় একাধিক গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি কী ভাবে কাজ করবে, জেনে নিন

আরও পড়ুন: মাত্র ৯,৯৯৯ টাকায় থমসনের ৫০ ইঞ্চির স্মার্টটিভি, ফ্লিপকার্টের অবাক করা অফার