AC For Bed: নিমেষে আপনার বিছানা ঠান্ডা করবে এই ছোট্ট এসি! কম দাম, একাধিক জরুরি ফিচার্স

Cooling Mattress: চমৎকার একটি কুলিং ম্যাট্রেস রয়েছে মার্কেটে, যা এয়ার কন্ডিশনারের কাজ করবে। আপনার বিছানায় এই ডিভাইসটি রেখে দিলে মুহূর্তের মধ্যে ঘর ও বিছানা দুই-ই ঠান্ডা করবে।

AC For Bed: নিমেষে আপনার বিছানা ঠান্ডা করবে এই ছোট্ট এসি! কম দাম, একাধিক জরুরি ফিচার্স
ব্যাপক হারে বিক্রি হচ্ছে এই ডিভাইস।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 5:34 PM

বাজারে কত রকমের এসি (AC) আপনি দেখেছেন? উইন্ডো বা স্প্লিটের বাইরে আর কী কী এসি রয়েছে মার্কেটে, আপনার জানা আছে? বস্তুত, এই মুহূর্তে এর থেকে বেশি ধরনের এয়ার কন্ডিশনার (Air Conditioner) মার্কেটে নেই। তবে একাধিক পোর্টেবল এসি রয়েছে, যেগুলি খুব অল্প দামেই আপনি বাড়ি নিয়ে আসতে পারেন। উইন্ডো বা স্প্লিট এসি ঠান্ডা হতে যেহেতু একটু হলেও বেশি সময় নেয়, সেই কারণেই ব্যাপক ভাবে কার্যকর হতে পারে পোর্টেবল এসিগুলি। খুবই দ্রুততার সঙ্গে ঘর ঠান্ডা করতে পারে মিনি এসিগুলি। এবার এমনই একটি এসি বাজারে এসেছে, যা আপনার বিছানার চাদরে রাখতে পারবেন। আর আপনার বিছানা তো বটেই, সেই সঙ্গে আপনার ঘরটিও মুহূর্তে ঠান্ডা করে দেবে সেই কুলিং ম্যাট্রেস। শুধু বিছানায় নয়। আপনার ঘরের যে কোনও প্রান্তে রেখে দিয়েও এই এসিটি আপনি ব্যবহার করতে পারেন। নিমেষে ঘর এবং বিছানা ঠান্ডা করতে পারে এমন একটি এসি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

ডিভাইসটির নাম কী

ডিভাইসটির পোশাকি নাম কুলিং ম্যাট্রেস। তবে যে ডিভাইসটির কথা আমরা বলছি, তার নাম ইন্ডিভিজুয়াল টেম্পারেচার কন্ট্রোল ওয়্যারলেস রিমোট ইন্টিগ্রেশন কুলিং অ্যান্ড হিটিং ম্যাট্রেস। খুবই ছোট্ট এই ডিভাইসটি আপনি যে কোনও জায়গায় বহন করেও নিয়ে যেতে পারেন। শুধু ইন্ডোর নয়, ব্যবহার করতে পারবেন আউটডোরেও। তবে সে ক্ষেত্রে হয়তো ঠান্ডা হওয়ার পরিমাণ অনেকটাই কম হতে পারে। কারণ, একমাত্র দরজা-জানলা বন্ধ করে রাখতে পারলেই এই কুলিং ম্যাট্রেস থেকে আপনি সবথেকে বেশি ঠান্ডা হাওয়া পেতে পারেন।

কোথায় পাবেন, দাম কত

এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন আলিবাবা ডট কম থেকে। মাত্র ১৫,০০০ টাকা থেকে ১৬,০০০ টাকা খরচ করলেই আলিবাবা ডট কম আপনার বাড়িতে এসে দিয়ে যাবে এই কুলিং ম্যাট্রেস। জেনে রাখ ভাল যে, একটি নয়, দুটি ইউনিট দিয়ে তৈরি এই এয়ার কন্ডিশনার। দুটো ইউনিট মিলিয়েই তৈরি হয় এয়ার কন্ডিশনারটি।

কী ভাবে কাজ করে

এই এয়ার কন্ডিশনারটির সঙ্গে দেওয়া হয় একটি গদি। সংযুক্ত করা অবস্থাতেই কাজ করবে সেই কুলিং ম্যাট্রেস। একটি পাইপের দ্বারা বিছানার গদির সঙ্গে সংযুক্ত থাকে এয়ার কন্ডিশনারটি। স্যুইচ অন করলেই সেটি আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। আসলে এই ঠান্ডা বাতাস সরাসরি গদির ভিতরে যেতে শুরু করে এবং তারপরেই এটি ঠান্ডা হতে শুরু করে। যদি কোনও ব্যক্তি এর উপরে শুয়ে থাকেন, তবে তৎক্ষণাৎ তিনি শীতল অনুভব করতে শুরু করবেন।

আরও পড়ুন: মোবাইল চার্জার বা ইয়ারফোন কিনলে লেবু ও পেট্রল ফ্রি, এই দোকানের অফারে সকলে অবাক

আরও পড়ুন: এই দিনের পর থেকে আর কল রেকর্ড করতে পারবেন না! প্লে স্টোর থেকে সব অ্যাপ সরাচ্ছে গুগল

আরও পড়ুন: জল কিনে পান করেন? বোতলের মাথায় বসিয়ে দিন ২১৯ টাকার ছোট্ট এই ইলেকট্রিক ডিভাইসটি, তবেই মিলবে জীবনের স্বাদ!