Mini Portable AC: বড়সড় এয়ার কন্ডিশনারকে হার মানাচ্ছে এই মিনি পোর্টেবল এসি, মাত্র ৩৯৯ টাকায় ঘর রাখবে ঠান্ডা ঠান্ডা, কুল কুল!
Air Conditioners: ছোট্ট একটা এসি হার মানাচ্ছে বড়সড় এয়ার কন্ডিশনারকে। মাত্র ৩৯৯ টাকা দামেই বাজারে অত্যন্ত জনপ্রিয় হয়েছে সেই এসিটি। সেই মিনি পোর্টেবল এসি সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিন।
প্রচণ্ডে গরমে রাতের ঘুম উড়ছে সাধারণ মানুষের। তার উপরে বাজারে একটা এয়ার কন্ডিশনার (Air Conditioner) বা ঠিকঠাক একটা এয়ার কুলারের যা দাম, তা মধ্যবিত্তের এক্কেবারে ধরাছোঁয়ার বাইরে। এমন একটা পরিস্থিতিতে জিয়নকাঠির কাজ করতে পারে একটি মিনি পোর্টেবল এসি (Mini Portable AC)। ছোট্ট সেই এসি আপনি যেখানে-সেখানে নিয়ে যেতে পারেন। আবার সেটি আপনাকে এতটাই ঠান্ডা করতে পারে যে, তাতে হার মানতে পারে একটা বড়সড় এসি বা কুলার। শুধু তাই নয়। সেই পোর্টেবল এসি-র দাম খুবই কম, এতটাই কম যে, সেই টাকা আপনি হয়তো প্রতি মাসে মোবাইল রিচার্জের জন্য খরচ করে থাকেন। সেইরকম একটা এসি আপনার দেখতে ইচ্ছা করছে তাই না? শুধু দেখতে কেন, কিনতেও ইচ্ছে করবে যে কারও। জেনে রাখা ভাল যে, বাজারে এই মুহূর্তে একাধিক সংস্থা পোর্টেবল এসি তৈরি করে থাকে, যেগুলি আপনি খুবই কম দামে পেয়ে যেতে পারেন। সেই সব পোর্টেবল এসিগুলি কিনতে আপনার কত টাকা খরচ হতে পারে, পোর্টেবল এসি ব্যবহারের সুবিধাই বা কী, এমনই যাবতীয় সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
পোর্টেবল এসি ব্যবহারের সুবিধা
পোর্টেবল এসি ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে। প্রথমত, একটা ছোট্ট এসি ব্যবহার করলে আপনি সেটিকে যে কোনও জায়গায় বহন করতে পারবেন। দ্বিতীয়ত, সামান্য একটা ইউএসবি কেবেলের সাহাযয্যেই আপনি চালাতে পারবেন মিনি পোর্টেবল এসি। তৃতীয়ত, এই ধরনের এসি ব্যবহার করলে আপনার ইলেকট্রিক বিল আসবে খুবই কম। একটা মোবাইল চার্জ করতে আপনার যতটা পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তার থেকেও কম বিদ্যুৎ খরচ করবে এই ধরনের পুঁচকে এসি। চতুর্থত, এর দাম এতটাই কম যে মধ্যবিত্ত তো বটেই, এমনকি নিম্ন মধ্যবিত্ত মানুষজনও এই আগুন ঝলসানো গরমের সময়ে অল্প হলেও স্বস্তির স্বাদ আস্বাদন করতে পারবেন।
সবথেকে জনপ্রিয় পোর্টেবল এসি
এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় মিনি পোর্টেবল এয়ার কন্ডিশনারটি আপনি পেয়ে যাবেন ল্যাকাশা নামক একটি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে। মাল্টি-ফাংশনাল সেই এয়ার কন্ডিশনারটি আপনার বাড়ির কোনও এক কোণে রাখতে পারেন। আবার যে কোনও জায়গায় সেটিকে বহনও করতে পারেন। কারণ, সেটি আকার-আয়তনে একটি ব্লুটুথ স্পিকারের মতোই, যেটি আপনার সর্বক্ষণের সঙ্গী। এই মিনি পোর্টেবল এসি আপনি চালাতে পারবেন একটি ইউএসবি কেবেলের সাহায্যে। তার থেকেও বড় কথা হল এই এসি আপনার বিদ্যুৎ খরচও খুবই কম করবে। ল্যাকাশা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে মাত্র ৩,৯৯৯ টাকায় পেতে পারেন এই মিনি পোর্টেবল এসিটি।
ভোফি পার্সোনাল মিনি এসি
অ্যামাজনে পেয়ে যাবেন এই মিনি পোর্টেবল এয়ার কন্ডিশনারটি। বিভিন্ন বাটনের মাধ্যমে এটি কন্ট্রোল করা যাবে। রয়েছে একটি মাইক্রো ইউএসবি কেবেলও। কমপ্যাক্ট এবং ওজনে খুবই হাল্কা এই মিনি এয়ার কন্ডিশনারের দাম অ্যামাজনে ১,৪৯৯ টাকা। যে কোনও জায়গায় আপনি এটিকে বহন করতে পারেন। পিউরিফাই এবং হিউমিডিফাই প্রযুক্তি দেওয়া হয়েছে এতে। এই এসির রেফ্রিজারেটিং সিস্টেমের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যেতে পারে স্বস্তিদায়ক ঠান্ডা হাওয়া। পরিণত ফিলট্রেশন ও পিউরিফিকেশনের পাশাপাশিই এতে রয়েছে থ্রি ইন ওয়ান মাল্টিফাংশন, যার মাধ্যমে আপনি পেতে পারেন কুলিং, হিউমিডিফায়িং এবং পিউরিফায়িং এয়ার ফাংশনস।
ম্যাজিক গো আর্কটিক মিনি এসি
এটি আসলে একটি এয়ার কুলার, যাতে জলের প্রয়োজন হবে। তবে ম্যাজিক গো আর্কটিক মিনি পোর্টেবল এয়ার কন্ডিশনারটি যে কোনও জায়গায় আপনি বহন করতে পারেন তার হাল্কা ওজন এবং খুবই অল্প জায়গা নেওয়ার কারণেই। এটি অ্যামাজনের একটি বেস্ট-সেলার এয়ার কন্ডিশনার, যার দাম মাত্র ১,৪৮৫ টাকা। এই এসির সঙ্গেও দেওয়া হবে একটি ইউএসবি কেবেল। সেই সঙ্গেই থাকছে ফোর ইন ওয়ান মাল্টিফাংশন। পরিণত ফিলট্রেশন ও পিউরিফিকেশনের এই মিনি এয়ার কন্ডিশনারে আপনি পেয়ে যাবেন কুলিং, হিউমিডিফায়িং এবং পিউরিফায়িং এয়ার ফাংশনস।
আরও পড়ুন: ৬ কোটি মানুষের ফোনে রয়েছে ক্ষতিকারক এই ১০ অ্যাপ, এখনই ডিলিট না করলে টাকা-পয়সা সব হারাতে পারেন!