Urbn Nano Power Bank: বিরাট শক্তিশালী 20,000mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক, দাম মাত্র 1,699 টাকা

Urbn Nano পাওয়ার ব্যাঙ্কের 20,000mAh ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম মাত্র 2,499 টাকা। এই একই পাওয়ার ব্যাঙ্কের 10,000mAh ব্যাটারি মডেলের দাম আরও কম, মাত্র 1,699 টাকা। ফোনের সঙ্গে সাধারণত যে চার্জার দেওয়া হয়, তার থেকেও অন্তত দ্বিগুণ গতিতে এই পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে পারবে। Urbn-এর তরফ থেকে দাবি করা হয়েছে, মাত্র আধ ঘণ্টার ব্যবধানেই এই পাওয়ার ব্যাঙ্ক যে কোনও স্মার্টফোনের 0-50% চার্জ করতে পারে।

Urbn Nano Power Bank: বিরাট শক্তিশালী 20,000mAh ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক, দাম মাত্র 1,699 টাকা
এসে গেল সস্তার নতুন পাওয়ার ব্যাঙ্ক।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 5:08 PM

নতুন পাওয়ার ব্যাঙ্ক কেনার চিন্তাভাবনা করছেন? আপনার জন্য কম দামে অসাধারণ একটি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছে Urbn। পকেট-বান্ধব সেই পাওয়ার ব্যাঙ্কের দাম মাত্র 1,699 টাকা। আপনার পকেটে অনায়াসেই ফিট করবে পাওয়ার ব্যাঙ্ক। Urbn Nano নামের এই পাওয়ার ব্যাঙ্ক যদি সঙ্গে রাখেন, তাহলে আপনাকে মোবাইল, ল্যাপটপ এই সব কিছুর জন্য চার্জার নিয়ে ঘুরতে হবে না।

এই পাওয়ার ব্যাঙ্ক যেহেতু আকারে খুবই ছোট, তার ব্যাটারি ক্যাপাসিটিও পোর্টেবল চার্জারগুলির মতোই। ন্যানো পাওয়ার ব্যাঙ্কটিতে দুটি ব্যাটারির অপশন থাকছে, যার একটি 20,000mAh এবং অপরটি 10,000mAh। পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ব্যবহারকারীদের নানাবিধ অভিযোগ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ধীর গতির চার্জিং টাইম ও সীমিত পরিসরের ব্যাটারি জীবন।

তবে Urbn Nano পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু সেরকম নয়। ফোনের সঙ্গে সাধারণত যে চার্জার দেওয়া হয়, তার থেকেও অন্তত দ্বিগুণ গতিতে এই পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে পারবে। Urbn-এর তরফ থেকে দাবি করা হয়েছে, মাত্র আধ ঘণ্টার ব্যবধানেই এই পাওয়ার ব্যাঙ্ক যে কোনও স্মার্টফোনের 0-50% চার্জ করতে পারে।

দ্রুততার সঙ্গে চার্জ করা ছাড়াও ন্যানো পাওয়ার ব্যাঙ্কে রয়েছে সেল্ফ-চার্জিং ফিচার। অন্যান্য পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে এই বিষয়টা প্রায় দেখাই যায় না। Urbn Nano নিজেকেও খুব দ্রুত চার্জ করিয়ে নিতে পারে। এই পাওয়ার ব্যাঙ্কের 10,000mAh ব্যাটারি ভার্সনটি সম্পূর্ণ ভাবে চার্জ হতে সময় নেয় 3.5 ঘণ্টা। অন্য দিকে 7 ঘণ্টার মধ্যেই এই পাওয়ার ব্যাঙ্কের 20,000mAh ব্যাটারি ভার্সনটি পুরোদস্তুর চার্জ হতে পারে।

Urbn Nano পাওয়ার ব্যাঙ্কের 20,000mAh ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম মাত্র 2,499 টাকা। এই একই পাওয়ার ব্যাঙ্কের 10,000mAh ব্যাটারি মডেলের দাম আরও কম, মাত্র 1,699 টাকা। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, পোর্টেবল চার্জিং মার্কেটে তারা এই ধরনের পাওয়ার ব্যাঙ্কগুলির মধ্যে দিয়ে একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করতে চাইছে। অ্যামাজ়ন, ফ্লিপকার্ট এবং Urbn-এর অফিসিয়াল সাইট থেকে এই পাওয়ার ব্যাঙ্ক ক্রয় করতে পারবেন কাস্টমাররা।