TV9 বাংলা ডিজিটাল: ফেলে আসা ছোটবেলা খুঁজে পান এই সব অনলাইন গেমের মাধ্যমে
ক্যান্ডি ক্রাশে আর মন বসছে না? ওদিকে টেম্পল রানেও দৌড়ে দৌড়ে ক্লান্ত আপনি? ট্রাই করতে পারেন এই সব মজার গেম যা একইসঙ্গে খুঁজে দেবে আপনার হারিয়ে যাওয়া ছোটবেলা। (online games)
স্নেক অ্যান্ড ল্যাডার (SNAKE AND LADDER)
ইংরাজি নাম স্নেক অ্যান্ড ল্যাডার। পাতি বাংলায় সাপলুডো। ছোটবেলায় পরিবারের সঙ্গে বসে এই খেলা খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। সময়ের নিয়মে, ব্যস্ততা ভরা জীবনে সে সব এখন কবেকারের কথা মনে হলেও অনলাইনেই হাতড়ে নিতে পারেন পুরনো স্মৃতি। হোক না ভার্চুয়াল। বড় বয়সেই খুঁজে পান হারানো ছেলেবেলার ফেলে আসার দিনগুলি। খেলার নিয়ম তো সকলেই প্রায় জানেন। সাপ আপনাকে গিলতে আসবে আর আপনাকে দান দিয়ে দিয়ে মই বেয়ে বাঁচতে হবে সাপের থেকে।
গালি ক্রিকেট (GULLI CRICKET)
সরু গলির চোরা জায়গায় ইটকে স্ট্যাম্প বানিয়ে এক সময় ক্রিকেট খেলেছেন কত…চাকরি আর কর্তব্যের বেড়াজালে আটকা পড়ে সে সব এখন অতীত। তবে মন খারাপের কিছুই নেই। হাতের কাছেই যখন রয়েছে স্মার্টফোন তখন দুধের স্বাদ খানিক ঘোলে মিটিয়েই অনালাইনে খেলতে পারেন এই গেমটি। নস্টালজিয়াকে খানিক বাঁচিয়ে রেখেই গেমটির নাম দেওয়া হয়েছে ‘গাল্লি ক্রিকেট’ অর্থাৎ গলির ক্রিকেট। নিজের ইচ্ছেমতো টিমও বানাতে পারেন। ছোটবেলার বন্ধুদের সঙ্গেও আরও একবার ভার্চুয়ালি ফিরে পেতে পারেন হারানো দিন।
লুডো সুপারস্টার (LUDO SUPERSTAR)
লাল, নীল, সবুজ, হলুদ… সাজানো গুটি আর ঢাউস একটা ছক্কা। রবিবারের দুপুরে বাড়ির লোকেদের সঙ্গে একটা সময় কত খেলেছেন এই খেলা। আজ সব স্মৃতি। লুডো সুপারস্টারের মাধ্যমে সেই স্মৃতি রোমন্থন করুন আরও একবার। কে বলতে পারে হয়তো চোখের সামনে টাটকা হয়ে যেতে পারে ওই সব সোনালি দিনের রঙিন অধ্যায়?
ক্যারম সুপারস্টার (CARROM BOARD)
সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মে অনেক দিন ক্লাবে গিয়ে ক্যারম খেলতে পারছেন না? আপনার এবং আপনার ক্যারম পার্টনারদেরও মন খারাপ? চিন্তা কী? ক্যারম সুপারস্টার রয়েছে। নিজেই টিম বানান। আর ‘রানি’কে পকেটে পুরুন যত দ্রুত সম্ভব।