ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এবং গ্যালাক্সি এ৭২। তবে ৫জি মডেল এখনও ভারতের বাজারে আসেনি। এই দুই ফোনে রয়েছে IP67 সার্টিফায়েড ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিসট্যান্ট ফিচার। একবার চার্জ দিলে ২ দিন পর্যন্ত ফোনের ব্যাটারিতে চার্জ থাকবে বলে দাবি করেছেন স্যামসাং কর্তৃপক্ষ। 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ছাড়াও স্যামসাং গ্যালাক্সির এই দু’টি মডেলে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্টের দুটো স্টিরিও স্পিকার। এছাড়াও থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। মোট চারটি রঙে পাওয়া যাবে এই দু’টি ফোন।
ভারতের স্যামসাং গ্যালাক্সি এই দু’টি ফোনের দাম-
গ্যালাক্সি এ৫২- এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা।
অন্যদিকে গ্যালাক্সি এ৭২- এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা।
কালো, নীল, বেগুনি এবং সাদা— এই চারটি রঙে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সির এই নতুন দুটো মডেল।
গ্যালাক্সি এ৫২- র স্পেশ্যাল ফিচার-
১। এই মডেলে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স), ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের।
২। এই মডেলের ব্যাটারি ৪৫০০ এমএএইচ। সঙ্গে রয়েছে 25W- এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
গ্যালাক্সি এ৭২- এর স্পেশ্যাল ফিচার-
১। এই ফোনেও রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার। সেই সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো শুটার, যা 3x অপটিকাল জুম সাপোর্ট করে। এছাড়াও থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
২। ফোনের ব্যাটারি ৫০০০ এমএএইচ। সেই ঙ্গে রয়েছে 25W- এর ফাস্ট চার্জিং সাপোর্ট।