ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন। আগামী ৩০ মার্চ দেশে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই (ফ্যান এডিশন)। জানা গিয়েছে, ৩১ মার্চ থেকে সেল শুরু হবে এই ফোনের উপর। ইতিমধ্যেই ইউরোপের বাজারে এই ফোন লঞ্চ হয়ে গিয়েছে। এবার ভারতে লঞ্চ হতে চলেছে। স্যামসাং কর্তৃপক্ষই টুইট করে ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছেন। ৫জি সাপোর্টের স্যামসাং গ্যালাক্সির এই মডেলে থাকবে Qualcomm Snapdragon 865 প্রসেসর।
সম্ভাব্য ফিচার-
১। এই ফোনে রয়েছে উন্নত ধরণের ক্যামেরা। পোর্ট্রেট মোডে যুক্ত হয়েছে নতুন এফেক্ট। এছাড়াও রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর বা লেন্স। এস২১ সিরিজের মতো প্রো মোড রয়েছে এই ফোনেও।
২। এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন। রিফ্রেশ রেট ১২০এইচজেড এবং পিক্সেল 1080×2400।
৩। Qualcomm Snapdragon 865 প্রসেসরের এই ফোন পাওয়া যাবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১০ ভার্সান এবং অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
৪। স্যামসাং গ্যালাক্সির এই মডেলে রয়েছে IP68 সার্টিফিকেট। অর্থাৎ এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ। এছাড়াও রয়েছে স্পোর্টস স্টিরিও স্পিকার। ডলবি অ্যাটমোস সাউন্ড শোনা যায় এই স্পিকারে।
৫। এই ফোনের ব্যাটারি ৪৫০০ এমএএইচ। রয়েছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ওয়্যারলেস পাওয়ার-শেয়ার ফিচার।
৬। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ১২ মেগাপিক্সেল মেন সেনসর (এলইডি ফ্ল্যাশ- সহ), ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। আর সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বা সেলফি শুটার।