AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Global Warming: মড়ক লেগেছে আমাজন নদীতে, শতাধিক ডলফিনের দেহ ভেসে উঠতেই চিন্তায় প্রাণীবিদরা

Death Of 120 Dolphins: বিজ্ঞানীরা মনে করছেন, তাপ ও ​​খরার কারণে আমাজন নদীর জলস্তর কমে গিয়েছে এবং এ কারণে অক্সিজেনের পরিমাণও কমছে ক্রমাগত। তবে রয়েছে আরও অনেক কারণ। হঠাৎ এতগুলি ডলফিনের মৃত্যু নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

Global Warming: মড়ক লেগেছে আমাজন নদীতে, শতাধিক ডলফিনের দেহ ভেসে উঠতেই চিন্তায় প্রাণীবিদরা
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 4:39 PM
Share

আমাজন, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আমাজনের একটা বড় অংশ ব্রাজিলের মধ্যে দিয়ে গিয়েছে। আর তার তাপমাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা এটিকে জলজ প্রাণীদের জন্য অশনি সংকেত বলে মনে করছেন। গত এক সপ্তাহে এতে 120টির বেশি ডলফিনের মৃত্যু হয়েছে। ভেসে উঠেছে তাদের দেহ। গত সাত দিনে এতগুলো ডলফিনের মৃত্যুতে বিস্মিত বিজ্ঞানীরাও। বিজ্ঞানীরা মনে করছেন, তাপ ও ​​খরার কারণে আমাজন নদীর জলস্তর কমে গিয়েছে এবং এ কারণে অক্সিজেনের পরিমাণও কমছে ক্রমাগত। তবে রয়েছে আরও অনেক কারণ। হঠাৎ এতগুলি ডলফিনের মৃত্যু নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

তাপই কি তাহলে প্রধান কারণ?

বিজ্ঞানীদের মতে, ডলফিন তাপ ও ​​অক্সিজেনের অভাবে ডলফিনরা অসুস্থ হয়ে পড়ে। এতগুলি ডলফিনের মৃত্যুর আগে হাজার হাজার মাছও মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আমাজনে ডলফিনের সংখ্যা স্বাভাবিক নদীর তুলনায় বেশি। কিন্তু জলের অভাব এবং জলের প্রবাহ হ্রাসের কারণে প্রধানত দু’টি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এক, অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। আর দুই জলের প্রবাহ কমে যাওয়ার কারণে প্রজনন হার কমে যাওয়া। বিজ্ঞানীদের মতে, মৃত ডলফিনের ময়নাতদন্ত করা হলে, তা থেকে এই রিপোর্ট উঠে এসেছে।

বর্তমানে জলের তাপমাত্রা কত?

বর্তমানে আমাজন নদীতে জলের উষ্ণতা 102 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গিয়েছে। আর সেন্টিগ্রেডে তা হিসেব করা হলে দাঁড়ায় 39 ডিগ্রিতে। বিজ্ঞানীদের মতে, ডলফিনগুলি মারা যাওয়ার সময় তাপমাত্রা ছিল 39 ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি বেশি। এর কারণে মৃত্যু ঘটছে। আর জলের তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়াকে। সবচেয়ে অবাক ব্যাপার হল, যে ডলফিনগুলি মারা গিয়েছে তাদের রঙ গোলাপী এবং ব্রাজিলে তারা বোটোস নামে পরিচিত। ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রক দীর্ঘদিন ধরে এ বিষয়ে সমীক্ষা চালিয়ে জানতে পেরেছে, 39 ডিগ্রি উষ্ণতাটি সর্বোচ্চ। তার জেরে লেক তেফেতে প্রায় 100টি ডলফিনের মৃত্যু হয়েছে।