AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dragon Man: চিনে খুঁজে পাওয়া গিয়েছে এই নতুন প্রজাতির মানুষের খুলি, বলছেন বিজ্ঞানীরা

ড্রাগন ম্যান, যে বিশেষ প্রজাতির মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছে তাকে আবার Homo longi- ও বলছেন বিজ্ঞানীরা।

Dragon Man: চিনে খুঁজে পাওয়া গিয়েছে এই নতুন প্রজাতির মানুষের খুলি, বলছেন বিজ্ঞানীরা
উত্তর-পূর্ব চিনে রয়েছে ড্রাগন নদী। এই নদী সংলগ্ন এলাকাতেই পাওয়া গিয়েছে খুলি।
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 1:34 PM
Share

ড্রাগন ম্যান, এক নতুন প্রজাতির মানুষের খুলি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, উত্তর-পূর্ব চিনে রয়েছে ড্রাগন নদী। এই নদী সংলগ্ন এলাকাতেই পাওয়া গিয়েছে খুলি। বিজ্ঞানীদের অনুমান, যে মানুষের খুলি উদ্ধার হয়েছে, তিনি যখন মারা গিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ৫০ বছরের আশপাশে। এর সঙ্গেই বিজ্ঞানীরা জানিয়েছেন, এই খুলি ১,৪০,০০০ বছরের বেশি পুরনো। বিজ্ঞানীদের ধারণা এই খুলি ১,৪৬,০০০ থেকে ২,৯৬,০০০ বছরের পুরনো হতে পারে। তবে এই খুলি বয়স ৩,০৯,০০০ বছরের বেশি নয়।

ড্রাগন ম্যান, যে বিশেষ প্রজাতির মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছে তাকে আবার Homo longi- ও বলছেন বিজ্ঞানীরা। বর্তমানের হোমো সেপিয়েন্স- সহ এ যাবৎ মোট তিন ধরনের মনুষ্য প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে। তবে চিনে আবিষ্কৃত এই খুলি নতুন কোনও প্রজাতির ইঙ্গিত করছে। জানা গিয়েছে, ওই খুলির মধ্যে বিশাল আকারের মস্তিষ্ক, ভ্রূ-পল্লব এলাকায় থাকা চওড়া-বড় হাড়, গভীর গর্ত বা কোটরে বসানো চোখ এবং bulbous nose অর্থাৎ নাকের সামনের অংশ গোলাকার, এইসব চিহ্ন পাওয়া গিয়েছে। প্রায় ৮৫ বছর ধরে একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে লুকনো ছিল এই খুলি। ওই এলাকায় চলছিল নির্মাণ কাজ। খোঁড়াখুঁড়ির সময় এক শ্রমিকে হাতে এসে পৌঁছয় এই খুলি। এরপর তার কেমিক্যাল কম্পোজিশন অর্থাৎ রাসায়নিক গঠন পরীক্ষা নিরীক্ষা করে খুলির বয়স নির্ধারণ করতে পেরেছেন বিজ্ঞানীরা।

এই খুলি সম্পর্কে আরও বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। যেমন- বিজ্ঞানীদের দাবি, এই খুলি যে প্রজাতির মানুষের, তাঁরা এখন বিলুপ্ত হয়েছেন। তবে আমরা যে প্রজাতির মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্সের কাছাকাছিই নাকি রয়েছে ‘ড্রাগন ম্যান’- এর প্রজাতি। হোমো সেপিয়েন্সরা আসলে Neanderthals সঙ্গে খুব ঘনিষ্ঠ। অর্থাৎ দুই প্রজাতির মিল অনেক। এখন চিনে খুঁজে পাওয়া ‘ড্রাগন ম্যান’ আসলে কোন প্রজাতির তারই খোঁজে চালাচ্ছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন- তিন হাজার বছরের পুরনো কঙ্কালে ৮০০ আঘাতের চিহ্ন! কীসের আক্রমণের সন্দেহ করছেন বিজ্ঞানীরা?