James Webb Telescope-এর তোলা প্রথম ছবি প্রকাশ্যে আসছে কবে? জেনে নিন সেই দিনক্ষণ
James Webb Space Telescope: মহাবিশ্বের যে প্রান্তে এখনও মানুষ পৌঁছোতে পারেননি, সেই অঞ্চলে লুকিয়ে থাকা রহস্যের উন্মোচন করার জন্য মহাকাশে পাঠানো হয়েছে James Webb Space Telescope।
Nasa-র James Webb Space Telescope লঞ্চ হয়েছে প্রায় ৬ মাস হয়ে গিয়েছে। এবার এই শক্তিশালী স্পেস টেলিস্কোপ তাদের প্রথম রঙিন ছবি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূর থেকে পৃথিবীতে পাঠানো হবে এই ছবি। মহাকাশের এই উড়ন্ত অবজারিভেটরি তাদের দেখা বলা ভাল পর্যবেক্ষণ ও নিরীক্ষণ করা প্রথম ছবি এবং spectroscopic data পাঠাতে চলেছে আগামী ১২ জুলাই। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ লঞ্চের আগে থেকেই শোরগোল পড়ে গিয়েছিল এই অতিকায় স্পেস টেলিস্কোপ নিয়ে। French Guiana থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এই স্পেস টেলিস্কোপ। জানা গিয়েছে, আপাতত James Webb Space Telescope তার scientific commissioning phase- এর একদম শেষ বা ফাইনাল পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শেষদিকে মার্কিন স্পেস এজেন্সি নাসার এই স্পেস টেলিস্কোপ দ্বিতীয় Lagrange point (L2)-তে পৌঁছে গিয়েছিল। এরপর থেকেই শুরু হয়েছিল অন্যান্য প্রস্তুতি। মহাকাশের পরিবেশের সঙ্গে এই স্পেস টেলিস্কোপের সমস্ত যন্ত্রাংশ খাপ খাইয়ে নেওয়ার কাজও চলছিল। আর সেই সঙ্গে এই স্পেস টেলিস্কোপে থাকা সব আয়নাগুলিকে সঠিকভাবে সাজিয়ে নেওয়ার কাজ করা হচ্ছিল। মহাবিশ্বের যে প্রান্তে এখনও মানুষ পৌঁছোতে পারেননি, সেই অঞ্চলে লুকিয়ে থাকা রহস্যের উন্মোচন করার জন্য মহাকাশে পাঠানো হয়েছে James Webb Space Telescope। নিজের যাত্রাপথে অনেক বাধা অতিক্রিম করতে হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপকে। কিন্তু সফল হয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসার এই স্পেস টেলিস্কোপ।
প্রাচীন ঐতিহ্যশালী স্পেস টেলিস্কোপগুলিতে একটিই আয়না বা মিরর থাকতে যা দূরবর্তী নক্ষত্রগুলি থেকে আলো সংগ্রহ করত। কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ১৮টি ষড়ভুজাকার আয়না বা মিরর রয়েছে। নাসার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যে এই ১৮টি আয়না এমন ভাবে মিলিত হয়েছে এবং সারিবদ্ধ হয়েছে যে মনে হচ্ছে একটি সুবিশাল আয়না। এবার এই আয়নার সাহায্যেই বিশ্বব্রহ্মাণ্ডের অনেক দূরবর্তে স্থানে থাকা নক্ষত্রের ছবিও প্রকাশ করা যাবে। তবে এই ১৮টি ষড়ভুজাকার আয়নাকে একত্রিত করে একটি আয়নার রূপ দেওয়া মোটেই সহজ কাজ ছিল না। দীর্ঘ সময় ধরে অনেক ধৈর্য নিয়ে এই কাজ সম্পন্ন হয়েছে। নাসা জানিয়েছেন তাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ টিম সফলভাবে সমস্ত আয়নাগুলিকে সারিবদ্ধ করে একটি আয়নায় পরিণত করতে পেরেছে। বিজ্ঞানীরা এই পদ্ধতির নাম দিয়েছেন ‘ফাইন ফেজিং’।
গত ১১ মার্চ নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার ১৮টি ষড়ভুজাকার আয়নাকে সারিবদ্ধ করে একটি আয়নার রূপ দেওয়ার কাজটি সম্পূর্ণ করেছিল। এর পরেই পৃথিবী থেকে বহু দূরে থাকা এক নক্ষত্রের ছবি প্রকাশ করতে সক্ষম হয়েছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।