Science News Today: জলের নীচে ঠিক কতক্ষণ থাকতে পারবেন? ধরুন টানা দু’মিনিট কেউ আপনার মাথাটি জলে ডুবিয়ে রাখলো, ঠিক কী পরিণতি হবে ভাবুন তো? ভেবেই কেমন দম বন্ধ হয়ে আসছে না? আপনার মনে হতে পারে এই অসাধ্য সাধন সম্ভব নয়। কিন্তু এমনই করে দেখিয়েছেন এক বিজ্ঞানী। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জলের নীচে থাকার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। প্রফেসর জোসেফ দিতুরি ফ্লোরিডার প্রায় 30 ফুট নীচে দীর্ঘদিন বসবাস করেছেন। জানলে অবাক হবেন, এই বিজ্ঞানী 74 দিন ধরে টানা জলের তলায় বসবাস করছিলেন। তিনি 100 বর্গফুটের একটি ক্যাপসুলে ছিলেন। জোসেফ দিতুরি 100 দিন জলের নীচে থাকার পরিকল্পনা করেছেন। তার আগে 2014 সালে আরও দুই অধ্যাপক জলের তলায় 73 দিন থেকে ছিলেন। এতদিন পর্যন্ত এটাই ছিল বিশ্ব রেকর্ড। এবার সেই রেকর্ডই ভেঙে দিলেন অধ্যাপক দিতুরি। তিনি ‘ড. ডিপ সি’ নামেও পরিচিত।
দেতুরির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের 1 মার্চ তিনি জলের তলায় যান এবং 9 জুন বেরিয়ে আসবেন। তার ইনস্টাগ্রাম পোস্টে অধ্যাপক দিতুরি লিখেছেন, “আমি আনন্দিত যে আমি এতদিন এভাবে জলের তলায় থাকতে পেরেছি। জলের তলার জীবন ঠিক কেমন হয়, সেটা জানার কৌতূহলই আমাকে এখানে নিয়ে এসেছিল। প্রথম দিন থেকে, আমার লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা। তবে বিশ্ব রেকর্ড ভাঙা একটি মাইলফলক। আমার মিশন এখানেই শেষ নয়, আমার গবেষণা করার জন্য জলের নীচে আরও 23 দিন থাকব।”
NDTV-র প্রতিবেদনে বলা হয়েছে, জলের তলায় 74 তম দিনে, প্রফেসর দিতুরি মাইক্রোওয়েভ ডিম এবং স্যামন মিশ্রিত একটি প্রোটিন খাবার খেয়েছিলেন। যাতে তিনি এতদিন জলের নীচে ঠিক থাকতে পারেন। এর আগে অধ্যাপক দিতুরি ও তার দল একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। তিনি এককোষী জীবের সন্ধান পেয়েছেন। যার সন্ধান এর আগে কেউ করেনি। জলে থাকা অবস্থায় অধ্যাপক দিতুরিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন বাকি বিজ্ঞানীরা। কয়েকদিন ছাড়াই তার প্রস্রাব এবং রক্তের নমুনা নেওয়া হয়। পরীক্ষা করা হয়েছে অধ্যাপক সম্পূর্ণ সুস্থ কি না। পাশাপাশি, মনোবিজ্ঞানী এবং একজন মনোরোগ বিশেষজ্ঞও তার পর্যবেক্ষণ করেছেন। জলের তলায় তিনি ঠিক আছেন কি না সেই দিকে সম্পূর্ণ নজর দেওয়া হয়েছিল।