AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cosmic Keyhole: রহস্যময় কসমিক কিহোলের অভূতপূর্ব ছবি তুলল হাবল স্পেস টেলিস্কোপ

Hubble Space Telescope: মহাকাশের একটি অবিশ্বাস্য ছবি তুলে নিয়ে এসেছে নাসা। মহাকাশ সংস্থাটি দাবি করছে, এর নাম 'কসমিক কিহোল'। হাবল স্পেস টেলিস্কোপ এই অসামান্য ছবিটি তুলেছে।

Cosmic Keyhole: রহস্যময় কসমিক কিহোলের অভূতপূর্ব ছবি তুলল হাবল স্পেস টেলিস্কোপ
হাবল থেকে তোলা রহস্যময় সেই কসমিক কিহোল।
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 2:12 PM
Share

Hubble Space Telescope: মহাকাশের একটি অবিশ্বাস্য ছবি তুলে নিয়ে এসেছে নাসা। মহাকাশ সংস্থাটি দাবি করছে, এর নাম ‘কসমিক কিহোল’। হাবল স্পেস টেলিস্কোপ এই অসামান্য ছবিটি তুলেছে। একটা সময় বলা হচ্ছিল হাবল স্পেস টেলিস্কোপের বয়স হয়েছে। আর সেই কারণেই আরও শক্তিশালী তার উত্তরসূরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে আসা হয়। কিন্তু সেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে টক্কর দিয়েই অভূতপূর্ব এই ‘কসমিক কিহোল’ এর ছবি তুলে তাক লাগাল হাবল স্পেস টেলিস্কোপ।

এই রহস্যময় ‘কসমিক কিহোল’টি আসলে একটি নীহারিকার প্রতিফলন। এটিকে NGC 1999 নাম দেওয়া হয়েছে। পৃথিবী থেকে 350 আলোকবর্ষ দূরে ওরিয়ন নেবুলার কাছে অবস্থিত এই ‘কসমিক কিহোল’।

এ বিষয়ে নাসা তার ওয়েবসাইটে লিখছে, “NASA/ESA হাবল স্পেস টেলিস্কোপের এই অদ্ভুত প্রতিকৃতিটি NGC 1999 প্রদর্শন করে, যা ওরিয়ন নক্ষত্রমন্ডলে প্রতিফলিত নীহারিকা। NGC 1999 পৃথিবী থেকে প্রায় 1,350 আলোকবর্ষ দূরে এবং ওরিয়ন নেবুলার কাছে অবস্থিত, যা পৃথিবীর বিশাল নক্ষত্র গঠনের সবচেয়ে কাছের অঞ্চল। NGC 1999 নিজেই সাম্প্রতিক নক্ষত্র গঠনের একটি ধ্বংসাবশেষ- এটি একটি নবজাত তারার গঠন থেকে অবশিষ্ট ধ্বংসাবশেষ দ্বারা গঠিত।”

নাসা আরও যোগ করে বলছে, “রাস্তার আলোর চারপাশে ঠিক যেরকম ভাবে কুয়াশা জমে, NGC 1999 এর মতো প্রতিফলন নীহারিকা একটি এমবেডেড উৎস থেকে আলোতে জ্বলজ্বল করে। NGC 1999-এর ক্ষেত্রে এই উৎসটি হল পূর্বোক্ত নবজাতক তারকা V380 Orionis, যা এই ছবির কেন্দ্রে দৃশ্যমান। NGC 1999 এর চেহারার সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল এর কেন্দ্রে একটি সুস্পষ্ট গর্ত, যা মহাজাগতিক অনুপাতের একটি কালো কিহোলের মতো।”