চার নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছে স্পেসএক্স-এর Crew Dragon Endeavour

Sohini chakrabarty |

Apr 29, 2021 | 8:33 PM

SpaceX Crew Dragon Endeavour লঞ্চ করা হয়েছিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে।

চার নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছে স্পেসএক্স-এর Crew Dragon Endeavour
গত ২৩ এপ্রিল মহাকাশে পাড়ি দিয়েছে স্পেসএক্সের এই মহাকাশ যান।

Follow Us

মহাকাশ ভ্রমণের সুযোগ দিচ্ছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স, এ খবর তো ২০২০ সালেই জানা গিয়েছিল। সেই মতো প্রথম অভিযানও হয়ে গিয়েছিল সেই বছর। এখন চলছে দ্বিতীয় অভিযান। তিন দেশের চারজন নভশ্চরকে নিয়ে এবার মহাকাশে পাড়ি দিয়েছে স্পেসএক্স ক্রু ড্রাগন। গত ২৩ এপ্রিল মহাকাশে পাড়ি দিয়েছে স্পেসএক্সের এই মহাকাশ যান।

SpaceX Crew Dragon Endeavour লঞ্চ করা হয়েছিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে। জানা গিয়েছে, লঞ্চ হওয়ার পর একদিনেরও কম সময়ে আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার বা আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছে গিয়েছে এই ক্রু ড্রাগন। জানা গিয়েছে, এই চারজন নভশচর আগামী ৬ মাস ওই আন্তর্জাতিক স্পেস সেন্টারে থাকবেন। সেখানেই গবেষণা করবেন।

যে চারজন এবারের মিশনে গিয়েছেন, তাঁরা হলেন মিশরের বিশেষজ্ঞ টমাস পেসকেট (ইউরোপিয় স্পেস এজেন্সি), নাসার পাইলট মেগান ম্যাকার্থার, নাসার কমান্ডার শেন কিম্ব্রো এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সিটির মিশন বিশেষজ্ঞ আকিহিকো হোশিডে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ক্রু ২ এর মিশন। এর আগেও স্পেসএক্সের ক্রু ড্রাগন (১) গিয়েছিল মহাকাশে।

আরও পড়ুন- স্পেস এক্স- এর নয়া উদ্যোগ, ২ হাজারের বেশি স্টারলিঙ্ক স্যাটেলাইট লোয়ার আর্থ অরবিটে পাঠাতে চায় ইলন মাস্কের সংস্থা

জানা গিয়েছে, ২৩ এপ্রিল SpaceX Crew Dragon Endeavour (ক্রু ২) লঞ্চ হওয়ার মিনিট ১০- এর মধ্যেই রকেটের দ্বিতীয় অংশ ক্রু ক্যাপসুলকে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি পৌঁছে দিয়েছিল। এই রকেট বা মহাকাশযান ঘণ্টায় প্রায় ১৭ মাইল দ্রুত বেগে চলে। জানা গিয়েছে, এই ক্রু -২ প্রায় ২৩ ঘণ্টার ধরে পৃথিবী কক্ষপথে ৪০০ কিলোমিটার বেগে প্রদক্ষিণ করবে। তারপর পৌঁছবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানেই ৬ মাস ধরে গবেষণা করবেন চার নভশচর।

Next Article