নতুন বছরে সমস্ত দু’চাকার যানের দাম বাড়াতে চলেছে সুজুকি

Sohini chakrabarty |

Jan 27, 2021 | 9:09 AM

নতুন বছরে এখনও পর্যন্ত অনেক গাড়ি নির্মাণ সংস্থাই তাদের গাড়ির দাম বৃদ্ধি করেছে।

নতুন বছরে সমস্ত দুচাকার যানের দাম বাড়াতে চলেছে সুজুকি
দাম বাড়লেও সুজুকির টু-হুইলার যে মধ্যবিত্তের আওতায় থাকবে সেকথা ক্রমশ স্পষ্ট হয়েছে।

Follow Us

সব দু’চাকার যানের অর্থাৎ টু-হুইলারের দাম বাড়াতে চলেছে সুজুকি। বর্তমানে ভারতে সুজুকির যেকটি টু-হুইলার বিক্রি হয় সবেরই দাম বাড়বে বলে জানিয়েছে সংস্থা। নতুন বছরে এখনও পর্যন্ত অনেক গাড়ি নির্মাণ সংস্থাই তাদের গাড়ির দাম বৃদ্ধি করেছে। বেড়েছে স্কুটার-বাইকের দামও এবার সেই পথেই হাঁটল সুজুকি।

শোনা গিয়েছে, ১৮৬ টাকার মার্জিনে টু-হুইলারের দাম বাড়াচ্ছে সুজুকি। এত কম দাম বৃদ্ধি এর আগে দেশে হয়নি। দাম বাড়লেও সুজুকির টু-হুইলার যে মধ্যবিত্তের আওতায় থাকবে সেকথা ক্রমশ স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে অন্যান্য কোম্পানির দু-চাকার যানের সঙ্গে পাল্লা দিয়ে সুজুকির টু-হুইলার ক্রেতাদের ভরসা বজায় রাখতে এবং বাজার ধরতেও সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কার দাম বেড়ে কত হল রইল তার তালিকা-

মডেল 

নতুন দাম 

পুরনো দাম 

Access 125

৭০,৬৮৬ টাকা থেকে ৭৮,৭৮৬ টাকা

৭০,৫০০ টাকা থেকে ৭৮,৬০০ টাকা

Burgman Street 125

৮১,২৮৬ টাকা থেকে ৮৪,৭৮৬ টাকা

৮১,১০০ টাকা থেকে ৮৪,৬০০ টাকা

Gixxer

১,১৪,৬৮৭ টাকা

১,১৪,৫০০ টাকা

Gixxer SF

১,২৫,১৫৬ টাকা

১.২৪.৯৭০ টাকা

Intruder

১,২২,৩২৭ টাকা

১,২২,১৪১ টাকা

Gixxer 250

১,৬৫,৬২৭ টাকা

১,৬৫,৪৪১ টাকা

Gixxer SF 250

১,৭৬,৩২৬ টাকা থেকে ১,৭৭,১২১ টাকা

১,৭৬,১৪০ টাকা থেকে ১,৭৬,৯৪১ টাকা

Next Article