লাল গ্রহে জোরকদমে প্রাণের সন্ধান চালাচ্ছে নাসার রোভার পারসিভের্যান্স। সেই সঙ্গে কেমন আছে এই রোভার, তার বর্তমান গতিবিধিই বা কী, সেই সমস্ত খুঁটিনাটিও জানা যাচ্ছে নাসার টুইট থেকে। আগামী কয়েকদিন রোভার পারসিভের্যান্স কী কী কাজ করবে, তার জন্য তাকে কী কী করতে হবে সেই তালিকাও দিয়েছে রোভার।
This week, I’m checking out the tools I’ll use for one of my key goals: to collect and store samples that a future mission can bring back to Earth. (1/4) pic.twitter.com/GdOXeA15mv
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) March 17, 2021
চারটি সিরিজের টুইটে পারসিভের্যান্স তার আগামী কয়েকদিনের গতিবিধি কী হতে পারে তার আভাস দিয়েছে। প্রথম টুইটে রোভার জানিয়েছে, এই সপ্তাহে নিজের সমস্ত যন্ত্রাংশ আরও একবার ভাল করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে সে। কারণ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য রোভারের সমস্ত ‘টুল’ সঠিকভাবে কাজ করা অত্যন্ত জরুরি। নাসার রোভার পারসিভের্যান্স- এর ‘কি গোল’ হল মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশ থেকে বেশি পরিমাণে স্যাম্পেল সংগ্রহ করা। তারপর সেইসব নমুনা সযত্নে এবং সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা। কারণ সঠিকভাবে স্যাম্পেল সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসতে পারলে তবেই সফল হবে পারসিভের্যান্সের অভিযান।
I’ve flipped open the doors to my sample handling system: one up top, where I drop off the tubes with newly collected samples… (2/4) pic.twitter.com/zmNbo1cCce
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) March 17, 2021
দ্বিতীয় টুইটে একটি জিফ ভিডিয়োতে দেখা গিয়েছে, রোভার তার স্যাম্পেল হ্যান্ডেলিং সিস্টেমের দরজাগুলো ফ্লিপ করে বা খুলে দেখে নিচ্ছে যে সব ঠিক আছে কিনা। উপরের দিকে একটি টিউবের মতো অংশ রয়েছে। জানা গিয়েছে, এখানেই নতুন সংগ্রহ করা স্যাম্পেল রাখছে রোভার।
The sample tubes I’m carrying were installed just before I left Earth. And they’ll be the first things ever to make the round trip back home from another planet. (4/4)
More on sample collection: https://t.co/4u3fugneoj pic.twitter.com/Vgk2qgg7pA
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) March 17, 2021
তৃতীয় টুইটেও রয়েছে একটি জিফ ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, রোভারের তলার অংশ। সেখানে তুলনায় আকারে ছোট স্যাম্পেল হ্যান্ডেলিং রোবটের সাহায্যে একটি টিউব তৈরি করা হচ্ছে যাতে সেখানে স্যাম্পেল স্টোর করা যায়।
আরও পড়ুন- মঙ্গল গ্রহে ‘ডাস্ট ডেভিল’- এর হদিশ পেল রোভার পারসিভের্যান্স
চতুর্থ টুইটে জানা গিয়েছে, এইসব স্যাম্পেল টিউব রোভারে ইনস্টল করা হয়েছিল রোভার পৃথিবী ছাড়ার আগের মুহূর্তে। সেই সঙ্গে এও জানা গিয়েছে, এইসমস্ত টিউবই প্রথম এমন জিনিস হতে চলেছে, যেগুলো অন্য গ্রহে ঘুরে বেড়ানোর পর আবার পৃথিবীতে ফিরে আসবে।