AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI Outside India: ফ্রান্স ছাড়াও ভারতের বাইরে এই 6 দেশে রয়েছে UPI, বিদেশ ভ্রমণে ভারতীয়দের পোয়াবারো

আইফেল টাওয়ারের উপরে উঠেও এখব UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ভারতীয়রা। চলতি বছরের শুরুতেই ভারতের UPI এবং সিঙ্গাপুরের PayNow একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্রস-বর্ডার ট্রানজ়াকশনের জন্য। তার সুবাদেই UPI এখন আর কেবলই ভারতেই সীমাবদ্ধ নয়। ভারতের বাইরেও একাধিক দেশে UPI ব্যবহার করা যাবে।

UPI Outside India: ফ্রান্স ছাড়াও ভারতের বাইরে এই 6 দেশে রয়েছে UPI, বিদেশ ভ্রমণে ভারতীয়দের পোয়াবারো
UPI এখন দেশের বাইরেও আরও অনেক দেশে।
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 4:55 PM
Share

Countries That Allow UPI: গত সপ্তাহে ফ্রান্সে গিয়ে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে তিনি জানিয়েছিলেন, ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI এবার থেকে ইউরোপের দেশগুলিতেও ব্যবহার করা যাবে। সেরকমটা যদি খুব শীঘ্রই হয়, তাহলে আইফেল টাওয়ারের উপরে উঠেও UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ভারতীয়রা। চলতি বছরের শুরুতেই ভারতের UPI এবং সিঙ্গাপুরের PayNow একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্রস-বর্ডার ট্রানজ়াকশনের জন্য। তার সুবাদেই UPI এখন আর কেবলই ভারতেই সীমাবদ্ধ নয়। ভারতের বাইরেও একাধিক দেশে UPI ব্যবহার করা যাবে। কোন কোন দেশে UPI ব্যবহার করা যাবে, তার তালিকাটা একবার দেখে নিন।

1) ভুটান

ভারতের বাইরে প্রথম দেশ হিসেবে 2021 সালেই UPI পরিষেবা চালু করেছিল ভুটান। তার জন্য NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড এবং রয়্যাল মানিটারি অথরিটি জুটি বেঁধেছিল। সেই পার্টনারশিপের ফলেই ভারতীয়রা এখন ভুটানে বেড়াতে গিয়ে UPI ব্যবহার করতে পারেন।

2) ওমান

2022 সালে এই তালিকায় যুক্ত হয় ওমান। সে দেশে ভারতীয়দের UPI এর মাধ্যমে টাকা পাঠানোর পরিষেবা প্রদান করতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ওমান জুটি বাঁধে NPCI এর সঙ্গে। সে দেশে বিরাট সংখ্যক ভারতীয়রা চাকরি করেন। তাই, তাঁদের জন্য ঝক্কিহীন ডিজিটাল পেমেন্টের পরিষেবা দিতেই ইউপিআই চালু করা হয়।

3) সংযুক্ত আরব আমিরশাহী

2022 সালের এপ্রিল মাসে NIPL ঘোষণা করে যে, UAE বা সংযুক্ত আরব আমিরশাহীর সর্বত্র NEOPay টার্মিনালগুলিতে BHIM-UPI লঞ্চ করা হয়েছে। তার ফলে সেখানকার মানুষজন এবং ভারতীয়রা খুব সহজেই টাকা পাঠাতে পারবেন অন্যত্র।

4) দক্ষিণপূর্ব এশিয়া

দক্ষিণপূর্ব এশিয়ার মোট দশটি দেশে QR-ভিত্তিক UPI পেমেন্ট সিস্টেম চালু করার জন্য ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট প্রদানকারী সংস্থা Liquid Group এর সঙ্গে চুক্তিবদ্ধ হয় NIPL। এই চুক্তির ফলে মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান এবং হংকংয়ে গিয়ে ভারতীয়রা UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন অন্যত্র।

5) ব্রিটেন

2022 সালের অগস্টে QR-ভিত্তিক UPI পেমেন্ট সিস্টেম চালু করার জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ব্রিটেন। তার জন্য NIPL জুটি বেঁধেছে ব্রিটেনের পেমেন্ট সলিউশন প্রোভাইডার PayXpert এর সঙ্গে।

6) নেপাল

2022 সালের ফেব্রুয়ারি মাসে নেপালে চালু হয় UPI পেমেন্ট পরিষেবা। Manam Infotech নামক একটি গেটওয়ে পেমেন্ট সার্ভিসের মাধ্যমেই এই পরিষেবা চালু করা হয়। ভারতের বাইরে পেমেন্ট প্ল্যাটফর্ম হিসাবে নেপালই প্রথম দেশ, যারা UPI চালু করেছে।