AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp Tips: দুষ্টু লোকজনের থেকে WhatsApp ছবি লুকিয়ে রাখার কৌশল, এখনই জেনে নিন

WhatsApp Tips And Tricks: আপনি জানলে খুশি হবেন যে, হোয়াটসঅ্যাপে এমনও একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি যাদের যাদের আপনার প্রোফাইল ফটো (Profile Picture) দেখাতে চান না, তারা দেখতে পাবে না।

WhatsApp Tips: দুষ্টু লোকজনের থেকে WhatsApp ছবি লুকিয়ে রাখার কৌশল, এখনই জেনে নিন
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 1:21 PM
Share

WhatsApp Features: আপনি আপনার স্মার্টফোনে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্য়বহার করেন, অথচ অ্যাপের অনেক ফিচারই অজানা। হোয়াটসঅ্যাপে (WhatsApp) প্রায় সকলেই প্রোফাইল ফটো রাখেন। কিন্তু অনেকেই চান যে তাঁদের প্রোফাইল ফটোটি সবাই দেখুক। এমনও হয় বিশেষ কোনও মানুষের সঙ্গে ফটো রাখতে চেয়েও রাখতে পারেন না, বাকিরা দেখে ফেলবে বলে। তবে আপনি জানলে খুশি হবেন যে, হোয়াটসঅ্যাপে এমনও একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি যাদের যাদের আপনার প্রোফাইল ফটো (Profile Picture) দেখাতে চান না, তারা দেখতে পাবে না। হোয়াটসঅ্যাপের এই দুর্দান্ত ফিচারটি আপনার গোপনীয়তার দিকে খেয়াল রাখে।

আপনার প্রোফাইল ফটো পরিবার এবং বন্ধুদের পাশাপাশি আপনার কনট্যাক্ট-ও নেই এমন লোকেরাও দেখতে পায়। যা আপনি এতদিন চেয়েও লুকোতে পারছিলেন না। আর WhatsApp-এ আপনার প্রোফাইল পিকচার সকলকে দেখাবেনই বা কেন? আপনি আপনার প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে হোয়াটসঅ্যাপের সেটিংস-এ এই পরিবর্তনগুলি করে নিন। ব্য়স তারপরে নিজের ইচ্ছে মতো প্রোফাইল ফটো রাখুন।

হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো লুকোনোর জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  1. প্রোফাইল ফটো লুকানোর জন্য, প্রথমে আপনাকে আপনার ফোনে WhatsApp খুলতে হবে।
  2. তারপর অ্যাপের ‘Settings’-এ গিয়ে আপনাকে ‘Privacy’-তে যেতে হবে। তারপর ‘Who can see my personal info’-এ ক্লিক করতে হবে। আর তারপরে আপনি ‘Profile Photo’ অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করলেই ‘My contacts except’ দেখতে পাবেন এবং তাতে ক্লিক করতে হবে।
  3. ‘My contacts except’ অপশনটি খোলার সঙ্গে সঙ্গে আপনার ফোনের contacts আপনাকে দেখানো হবে। আপনি কাকে কাকে দেখাতে চান না, সেটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে স্ক্রিনের নীচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন। সেটি ক্লিক করলেই আপনাক কাজ শেষ।
  4. এবার আপনি যাদের থেকে আপনার হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার লুকিয়েছেন, তারা কেউ দেখতে পাবেন না। এবার থেকে নিজের ইচ্ছে মতো ছবি দিন প্রোফাইলে, কেউ দেখে ফেলবে সেই চিন্তা নেই।