এবার iPhone-এর স্ক্রিনেও আসবে অজানা নম্বরের আসল পরিচয়, Truecaller আনল নতুন ফিচার
Truecaller Live Caller ID Feature: Truecaller ভারতে iPhone ব্যবহারকারীদের জন্যও Live Caller ID নামে একটি নতুন পরিষেবা নিয়ে এল। অর্থাৎ এর ফলে iPhone-এও কোনও রকম স্প্যাম কলস এলে তারা জনাতে পারবেন ফোনটি কে করেছেন।

Truecaller New Feature: অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী Truecaller নামটির সঙ্গে পরিচিত। এটি এমন একটি অ্যাপ, যা কোনও অজানা নম্বর থেকে ফোন এলে আপনাকে জানিয়ে দেয়, যে ফোন করেছে তাঁর নাম। নিজে থেকেই ব্লক করে দেয় ‘স্প্যাম কলস’। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে এই অ্যাপটি। তাও এই অ্যাপটিতে দিনের পর দিন বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হয়েছে ব্যবহারকারীরা। 2022-এ ভারতীয় ম্যাগাজিন দ্য ক্যারাভানের একটি প্রতিবেদন অনুসারে Truecaller-এর মাধ্যমে ডেটা চুরি করার অভিযোগ উঠে এসেছে অনেকবার। কিন্তু তাতেও এই অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। এতদিন অ্যান্ডরয়েড ইউজ়াররাই এই অ্যাপটি ব্যবহার করতে পারত। কিন্তু এখন থেকে iPhone ইউজ়াররাও এর সুবিধা পাবেন। বর্তমানে এই অ্যাপটি ভারতের 3.8 কোটি মানুষ ব্যবহার করে। তাই Truecaller ভারতে iPhone ব্যবহারকারীদের জন্যও Live Caller ID নামে একটি নতুন পরিষেবা নিয়ে এল। অর্থাৎ এর ফলে iPhone-এও কোনও রকম স্প্যাম কলস এলে তারা জনাতে পারবেন ফোনটি কে করেছেন।
আইফোনে অ্যাপটি কীভাবে কাজ করবে?
iOS ডিভাইসে একটি অজানা নম্বর থেকে কল সিরিভ করা সময় ব্যবহারকারীদের কলার আইডি জানতে Siri অ্যাকটিভেট করতে হবে। আর সেই রিসিভ করার আগে সিরিকে বলতে হবে, ‘Hey Siri, Search Truecaller’। বলার পরেই সিরি তার কাজ শুরু করে দেবে। আর ফোন রিসিভ করার আগেই আপনি জেনে যেতে পারবেন যে কে আপনাকে ফোন করছে।
লাইভ কলার আইডি একটি প্রিমিয়াম ফিচার:
তবে লাইভ কলার আইডি ফিচারটি একটি প্রিমিয়াম ফিচার। আইফোন ব্যবহারকারীদের এই ফিচারটি ব্যবহার করার জন্য একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। ভারতে, Truecaller দু’টি সাবস্ক্রিপশন অফার করে- প্রিমিয়াম এবং গোল্ড প্রিমিয়াম। প্রিমিয়াম-এর মেম্বারশিপ নেওয়ার জন্য প্রতি বছর 529 টাকা আর তিন মাসের জন্য 179 টাকা খরচ করতে হবে। অন্যদিকে গোল্ড প্ল্যানের দাম প্রতি বছর 5,000 টাকা, এতে কোনও মাসিক সাবস্ক্রিপশনের সুবিধা নেই। তবে এই নতুন ফিচারটি শুধুমাত্র iOS 16 ভার্সনেই পাবেন।
আইফোনে ট্রুকলার লাইভ কলার আইডি কীভাবে সেট করবেন?
- এর জন্য প্রথমে অ্যাপের প্রিমিয়াম ট্যাবে যান এবং Add to Siri-এ ক্লিক করুন।
- আপনি যখন প্রথমবার এই ফিচারটি ব্যবহার করবেন, আপনাকে Truecaller-এর অ্যাক্সেসের অনুমতি দিতে বলা হবে, এটি রিসিভ করতে হবে।
- Siri সেট আপ করার পরে, যখনই আপনার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসবে, তখনই ‘Hey Siri, Search Truecaller’ বললেই সে দেখিয়ে দেবে যে কে আপনাকে ফোন করেছে।
