এক ক্লিকেই টোটো এবার বাড়ির দোরগোড়ায়! শহরে ই-রিক্সা সার্ভিস আনছে Uber

রণজিৎ দে |

Nov 23, 2020 | 9:39 AM

আর টোটোর জন্য হা-পিত্যেস করে বসে থাকতে হবে না। এক ‘হাঁকেই’ টোটো এবার আপনার বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়াবে। এই সুযোগ করে দিচ্ছে Uber-এর ই -রিক্সা সার্ভিস।

এক ক্লিকেই টোটো এবার বাড়ির দোরগোড়ায়! শহরে ই-রিক্সা সার্ভিস আনছে Uber
উবার ই-রিক্সা সার্ভিস

Follow Us

TV9 বাংলা ডিডিটাল : আর টোটোর জন্য হাপিত্যেস করে বসে থাকতে হবে না। এক ‘হাঁকেই’ টোটো এবার আপনার বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়াবে। আপনি টুক টুক করে পৌঁছে যাবেন গন্তব্যস্থলে নির্ধারিত সময়েই। এই সুযোগ করে দিচ্ছে Uber-এর ই রিক্সা সার্ভিস।

এতদিন গাড়ি এসেছে, এবার টোটোও আসবে আপনার বাড়ির উঠোনে। ফোনে শুধু UberToto অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তরপর এক ক্লিকেই টোটো আপনার বাড়ির সামনে! এমনিতেই টোটোর চাহিদা দিন দিন বাড়ছে বাংলায়। পাড়ায় পাড়ায়, অলিগলিতে এখন শুধু টোটো। অটো, রিক্সা ক্রমশই কোনঠাসা হয়ে পড়ছে।আসলে টোটোর অনেক সুবিধা। অটোর মতোই চারপাঁচজন যাত্রীকে নিয়ে এবং দ্রুত গতিতে অলিগলি দিয়ে সহজেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায় টোটো চড়েঅথচ কোনও তেল খরচা নেই! তাই পাড়ায় পাড়ায় বাড়ছে টোটোর সংখ্যা। এই টোটোসার্ভিসকে আরও ‘জলভাত’ করে দিতে কলকাতায় এবার শুরু হল Uber-এর ই রিক্সা সার্ভিস।

কলকাতা, হাওড়াসহ একাধিক এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে হাওড়া, মধ্যমগ্রাম, বারাসত, রাজারহাট, সল্টলেকে প্রাথমিক ভাবে শুরু হবে এই পরিষেবা। এর নাম দেওয়া হয়েছে উবার টোটো। UberGo, Uber Premium এবং Uber Rentals এর সঙ্গে এবার যুক্ত হচ্ছে UberToto সার্ভিস। গ্রাহকরা অ্যাপ থেকেই টোটো বুক করতে পারবেন। প্রাথমিক ভাবে মোট ৫০০টি টোটো নামাতে পারে সংস্থা । ক্যাব ও অটো পরিষেবা ছাড়াও এই প্রথম কোনও সংস্থা টোটো পরিষেবা আনছে শহরে। শুধু কলকাতা নয়, দিল্লিতেও ইরিক্সা সার্ভিস রয়েছে উবারের। ২৬টি মেট্রো স্টেশনে কমপক্ষে ১০০টি ইরিক্সা চলে এই সংস্থার।

Next Article