ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষ্যে ভিভো ইন্ডিয়ার একগুচ্ছ অফার, জেনে নিন কোন ফোন কিনলে পাবেন কত ছাড়

Sohini chakrabarty |

Feb 11, 2021 | 6:56 PM

থাকছে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। এর পাশাপাশি নো-কস্ট ইএমআই এবং অন্যান্য ছাড় পাওয়ার সুযোগও থাকছে ক্রেতাদের জন্য।

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ভিভো ইন্ডিয়ার একগুচ্ছ অফার, জেনে নিন কোন ফোন কিনলে পাবেন কত ছাড়
চারটি মডেলের ভিভো ফোন নির্দিষ্ট ই-স্টোর থেকে কিনলে এবং নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে ১২ মাসের জন্য নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে।

Follow Us

ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষ্যে একগুচ্ছ অফার এনেছে ভিভো ইন্ডিয়া। বিশেষ কয়েকটি মডেলের ফোন কিনলে ক্রেতাদের জন্য থাকছে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। এর পাশাপাশি নো-কস্ট ইএমআই এবং অন্যান্য ছাড় পাওয়ার সুযোগও থাকছে ক্রেতাদের জন্য।

Vivo V20, Vivo Y51A, Vivo Y31 এবং Vivo Y20G— এই চারটি মডেলের স্মার্টফোনে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অফার। অনলাইনে যাঁরা ফোন কিনবেন তাঁরা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অফার পাবেন। আর যাঁরা অফলাইনে ফোন কিনবেন, তাঁদের ক্ষেত্রে অফার প্রযোজ্য থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভিভো কর্তৃপক্ষ জানিয়েছেন, যে মডেলগুলির উপর অফার রয়েছে সেগুলি সবক’টিই ভারতে (গ্রেটার নয়ডায়) তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এই চারটি মডেলের ভিভো ফোন নির্দিষ্ট ই-স্টোর থেকে কিনলে এবং নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে ১২ মাসের জন্য নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও প্রিপেড অর্ডার থাকলে ক্রেতারা একটি ব্লুটুথ স্পিকার পাবেন একদম ফ্রি-তে। পাশাপাশি Vivo X, V, U, Z, S, Y—- এইসব সিরিজের যেকোনও ফোন কিনলে TWS earbuds কেনার ক্ষেত্রে ৩ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন।

যাঁরা অফলাইনে ভিভোর এইসব মডেলগুলি কিনবেন তাঁদের কাছে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে (রেগুলার এবং ইএমআই ট্রানজাকশন, দুইয়ের ক্ষেত্রেই) ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধে রয়েছে। এছাড়াও বাজাজ ফিনান্স, হোম ক্রেডিট, এইচবিডি, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, টিভিএস ক্রেডিট, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা ফোন কিনলে জিরো ইন্টারেস্ট ডাউন পেমেন্ট স্কিম পাবেন ক্রেতারা। এছাড়াও ভিআই (ভোডাফোন-আইডিয়া) ইউজাররা ১২ মাসের এক্সটেনডেড ওয়ারেন্টি পাবেন।

Next Article