AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio ও Airtel-এর ফ্রি 5G অফারে বেজায় অখুশি Vi, অভিযোগ করল কেন্দ্রের কাছে

Jio এবং Airtel-এর বিনামূল্যে 5G অফারিংয়ে মোটেই খুশি নয় Vi। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কাছে Vi একটি চিঠি লিখেছে। সেখানেই তারা প্রতিযোগী বাকি টেলকোদের ফ্রি 5G অফার দেওয়া নিয়ে অভিযোগ করেছে।

Jio ও Airtel-এর ফ্রি 5G অফারে বেজায় অখুশি Vi, অভিযোগ করল কেন্দ্রের কাছে
Jio ও Airtel-এর বিরুদ্ধে Vi-এর বড় অফার।
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 12:53 PM
Share

5G For Free: দেশে দ্রুততার সঙ্গে 5G রোলআউট করে চলেছে Reliance Jio এবং Airtel। কিন্তু Vodafone Idea এখনও পর্যন্ত তাদের 5G নেটওয়ার্ক চালু করতে পারেনি। এমন পরিস্থিতিতে Jio এবং Airtel-এর বিনামূল্যে 5G অফারিংয়ে মোটেই খুশি নয় Vi। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কাছে Vi একটি চিঠি লিখেছে। সেখানেই তারা প্রতিযোগী বাকি টেলকোদের ফ্রি 5G অফার দেওয়া নিয়ে অভিযোগ করেছে। ভোডাফোন আইডিয়ার সেই অভিযোগের ভিত্তিতে TRAI-এর কাছে উত্তর দিয়ে জিও এবং এয়ারটেল দুই সংস্থাই।

2022 সালের অক্টোবরে দেশে 5G রোলআউটের সময় ইন্ডিয়া মোবাইল কংগ্রেস শীর্ষক ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন তিন সংস্থারই প্রধানরা। তারপর থেকে এখনও পর্যন্ত কেবল মাত্র Jio এবং Airtel-ই ভারতের বিভিন্ন রাজ্য এবং শহরে দ্রুত গতির 5G ইন্টারনেট চালু করতে সক্ষম হয়েছে। Vi কিছু বাছাই করা জায়গাতেই তাদের 5G ইন্টারনেট চালু করতে পেরেছে।

ভোডাফোন আইডিয়ার চিঠির উত্তরে TRAI কর্মকর্তারা জানিয়েছেন, Jio এবং Airtel-এর 5G ইন্টারনেট মোটেই ফ্রি নয়। কাস্টমাররা 4G প্ল্যান রিচার্জ করলেই 5G ডেটা ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এয়ারটেল ঘোষণা করেছে, কোনও ডেটা ক্যাপ ছাড়াই কাস্টমাররা ‘Airtel 5G Plus’ দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। টেলিকম সংস্থাটির অফিসিয়াল পোস্টে বলা হয়েছে, “প্রতিটি পোস্টপেড কাস্টমার এবং প্রিপেড কাস্টমাররা 239 টাকার ডেটা প্ল্যানটি রিচার্জ করলেই এই অফার পেয়ে যাবেন।”

এদিকে Airtel এবং Jio দুই সংস্থাই জানিয়েছে যে, 1GB 5G ডেটার জন্য খরচ খুব একটা বেশি নয়, 4G ডেটার থেকেও কম। সংবাদমাধ্যমের কাছে TRAI-এর তরফে বলা হয়েছে, “আমরা Jio এবং Airtel-এর কাছে নোটিস পাঠিয়েছি। তারা উত্তর দিয়ে বলেছে, এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে TRAI-এর আইনি দল, ফিন্যান্স টিম এবং টেকনিক্যাল টিম বিষয়টি পর্যালোচনা করে দেখছে।”

প্রতিটি টেলিকম কোম্পানিই তাদের রিচার্জ প্ল্যানগুলির সঙ্গে ফ্রি কলিং অফার করে। পাশাপাশি Jio, Airtel এবং Vodafone Idea তাদের একাধিক প্রিপেড ও পোস্টপেড প্ল্যানে OTT সাবস্ক্রিপশনও অফার করে।