AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wireless চার্জিং প্রযুক্তি কী? আদৌ ফোনের ব্যাটারির জন্য দরকারি? জানুন আসল তথ্য

Wireless Charging Benefits: ওয়্যারলেস চার্জিং কীভাবে কাজ করে? আদৌ কি এই চার্জিং ফোনের জন্য ভাল? নাকি খুব তাড়াতাড়ি ফোনকে খারাপ করে দেয়। চলুন জেনে নেওয়া যাক সব উত্তর।

Wireless চার্জিং প্রযুক্তি কী? আদৌ ফোনের ব্যাটারির জন্য দরকারি? জানুন আসল তথ্য
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 10:28 AM
Share

What Is Wireless Charging: বর্তমানে প্রযুক্তি আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে ওয়্যারলেস চার্জিং-এর চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে। স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ। সব কিছুতেই এখন ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করথে কোম্পনিগুলি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেইসব ফোন বা ল্যাপটপের দাম অনেক বেশি থাকে। তাছাড়াও প্রযুক্তি এমন একটি জিনিস. যা ক্রমাগত আপডেট হতে থাকে। আপনি মোবাইল Mobile) ফোনের ক্ষেত্রেই তা দেখতে পাবেন। একটা সময় ছিল যখন ফোন চার্জ হতে প্রচুর সময় লাগত। আর দিনে অনেকবার চার্জে দিতে হত। প্রথমে এ টাইপ চার্জার, তারপর বি টাইপ এবং এখন সি টাইপের চার্জার যুক্ত ফোনও বাজারে পাওয়া যায়। কিন্তু তারপরে ফাস্ট চার্জিং (Fast Charging) প্রযুক্তি এল। কিন্তু তারপরে তা আপডেট হয়ে ওয়্যারলেস চার্জিং-এল। কিন্তু এই ওয়্যারলেস চার্জিং কীভাবে কাজ করে? আদৌ কি এই চার্জিং ফোনের জন্য ভাল? নাকি খুব তাড়াতাড়ি ফোনকে খারাপ করে দেয়। চলুন জেনে নেওয়া যাক সব উত্তর।

ওয়্যারলেস চার্জিং কী?

ওয়্যারলেস চার্জিং, যা ইন্ডাকটিভ চার্জিং নামেও পরিচিত। এটি একটি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি করে ডিভাইসগুলিকে চার্জ করে। অর্থাৎ কোনও রকম কোনও তারের সংযোগ ছাড়াই তরঙ্গের মাধ্যমে যে কোনও ডিভাইসকে চার্জ করতে পারে। আর একটি বড় সুবিধা হল এর জন্য কোনও সুইচ বোর্ডের দরকার হয় না।

ওয়্যারলেস চার্জার কীভাবে কাজ করে?

ওয়্যারলেস চার্জিং বর্তমানে ট্রেন্ডে রয়েছে। দাম বেশি হওয়ায় ধীরে-ধীরে মানুষ এটির দিকে এগচ্ছে। তবে কেনার আগে এই চার্জারটি কীভাবে কাজ করে তা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ওয়্যারলেস চার্জিং দিয়ে মোবাইল ফোন চার্জ করার জন্য একটি বিশেষ ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। একে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে। এর মানে হল যে, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বায়ুতে বৈদ্যুতিক শক্তি ছেড়ে দেয়। ফোনটি শুধুমাত্র এই শক্তি দিয়েই চার্জ করা হয়। অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চালু হলে চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। একইভাবে, মোবাইল ফোনে একটি তামার কয়েল রয়েছে, যা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। চৌম্বক ক্ষেত্র মোবাইল ফোনের তামার কয়েলের সঙ্গে কানেক্ট হয়। চৌম্বক ক্ষেত্র থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় এবং এটি ফোনের ব্যাটারি চার্জ করা শুরু করে।

ওয়্যারলেস চার্জিং কি ফোনের ক্ষতি করে?

ওয়্যারলেস চার্জিং-এ যে কোনও অন্য ফাস্ট চার্জারের থেকে অনেক স্লো চার্জ হয়। ফলে ফোনকে দ্রুত গরম করে দেয়। এতে ফোনের ব্যটারির উপর চাপ পড়ে। শুধুই তাই নয়, সারারাত আপনার ফোন চার্জে রেখে দিলে সকালে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এমন কি ব্যাটারি ফেটেও যেতে পারে।