WhatsApp Call DND: হোয়াটসঅ্যাপ কল ধরতে পারলেন না কেন? এবার ‘ডু নট ডিস্টার্ব’ মোডে জানাতে পারবেন
Why WhatsApp Call Missed: মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন আপডেট নিয়ে কাজ করছে, যার নাম 'Do Not Disturb'। এই আপডেটের সাহায্যে DND মোডে আপনি কোনও কল মিস করে গিয়েছিলেন কি না, তা জানা যাবে।

DND On WhatsApp Calls: সাধারণ ফোন কলের ক্ষেত্রে ‘ডু নট ডিস্টার্ব মোড’ আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা দেয়। এই ধরুন আপনি অফিসের একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করছেন, সেই সময় কেউ কল করল আপনাকে। DND বা ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখলে তিনি জেনে যাবেন যে, আপনি জরুরি কাজে ব্যস্ত রয়েছেন বলে আপনাকে এখন ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু তিনি যদি হোয়াটসঅ্যাপে কল করেন? তাহলেও তে সেই একই সমস্যা! এখন মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন আপডেট নিয়ে কাজ করছে, যার নাম ‘ডু নট ডিস্টার্ব’। এই আপডেটের সাহায্যে DND মোডে আপনি কোনও কল মিস করে গিয়েছিলেন কি না, তা জানা যাবে।
আপাতত হোয়াটসঅ্যাপের এহেন Do Not Disturb বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারবেন বিটা পরীক্ষকদের জন্য নিয়ে আসা হয়েছে। ব্যবহারকারীরা তাঁদের মিসড কল হিস্ট্রির মধ্যেই একটি ট্যাগলাইন দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড পুলিশের একটি রিপোর্ট অনুযায়ী, মিসড কল হিস্ট্রির মধ্যে ব্যবহারকারীরা যে ট্যাগলাইনটি দেখতে পাবেন, সেটি ইঙ্গিত দেবে ডু নট ডিস্টার্ব মোডের কারণে কলটি সাইলেন্স হয়ে গিয়েছিল। পাশাপাশি ইউজাররা একই ব্লার্ব দেখতে পাবেন, যখন তাঁরা পার্সোনাল চ্যাট থ্রেডে যাবেন।

এই ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি স্ক্রিনশটও নিতে দেবে ইন্ডিকেটর ও কলার সহযোগে, যাতে এই ব্যাপারটা বোঝা যায় যে, তিনি ইচ্ছাকৃত কলটি রিসিভ করেননি এমন নয়। তখন হোয়াটসঅ্যাপ কলই DND মোডে ছিল। যেমনটা আমরা আগেই বললাম, বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপ বিটার জন্য উপলব্ধ এবং হোয়াটসঅ্যাপ বিটার এই সাম্প্রতিকতম আপডেটটি পেতে ব্যবহারকারীদের প্লে স্টোরে যেতে হবে।
এদিকে গত জুন মাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলের জন্য একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছিল। তার মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ কল মিউট করা এবং কোনও গ্রুপ কল চলাকালীন সেখানে অংশগ্রহণকারীদের ব্যানার নোটিফিকেশন সহযোগে মেসেজ করার ক্ষমতা।
যখন নতুন কেউ একটি গ্রুপ ভয়েস কলে যোগ দেন এবং সেটি যদি অফস্ক্রিনে থাকে, তাহলে ইউজাররা একটি ব্যানার নোটিফিকেশন দেখতে পান- যেখানে ‘X কল জয়েন করেছেন’ লেখা থাকে। এছাড়া ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস কল মিউট করতে পারেন। এই ফিচার গ্রুপ কলে অংশগ্রহণকারীদের পারিপার্শ্বিকের শব্দ মিউট করে কেবল কলের কথাই শুনতে দেয়।
