হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। ইউজারদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড এবং এনক্রিপশনের সাহায্য নেওয়া হবে। হোয়াটসঅ্যাপের যাবতীয় নতুন পরিবর্তন নজরে রাখে WABetaInfo নামের একটি ব্লগ। তারাই জানিয়েছেন, ফেসবুক অধিকৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সিকিউরিটি ফিচার আপডেট হচ্ছে, এই তথ্য বছর খানেক আগেই শোনা গিয়েছিল।
সম্প্রতি বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছে এই WABetaInfo ব্লগ। আইওএস এবং অ্যানড্রয়েড অ্যাপের ক্ষেত্রে কীভাবে হোয়াটসঅ্যাপের নতুন সিকিউরিটি ফিচার কাজ করবে, সেটাই এখানে দেখানো হয়েছে। একটি স্ক্রিনশটে লেখা হয়েছে, “আপনার আইক্লাউড ড্রাইভে ব্যাকআপ সুরক্ষিত রাখতে এবং আনঅথরাইজড অ্যাকসেস রুখতে, আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। এর সাহায্যে আপনার ফিউচার ব্যাকআপ এনক্রিপ্ট করা হবে।”
As previously announced, @WhatsApp is working on cloud backups encryption.
The chat database and media will be safe from unauthorized access when using a password. The password is private and it's not sent to WhatsApp.
It will be available in a future build for iOS and Android. pic.twitter.com/Lp06PaECBX— WABetaInfo (@WABetaInfo) March 8, 2021
যখন ব্যাকআপ থেকে তথ্য রিস্টোর করার প্রয়োজন হবে, সেই সময়েই দরকার হবে এই পাসওয়ার্ড। এক্ষেত্রে অ্যাপের তরফে ইউজারের কাছে একটি মেসেজ যাবে, যেখানে ফোন নম্বর কনফার্ম করতে বলা হবে। আট ক্যারেক্টারের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে ইউজারদের। পাশাপাশি এও বলা হয়েছে যে, হোয়াটসঅ্যাপ কোনওভাবেই পাসওয়ার্ড পুনরুদ্ধারে সাহায্য করতে পারবে না। তাই যে পাসওয়ার্ড দেবেন, সেটা অতি অবশ্যই মনে রাখুন।
অতএব হোয়াটসঅ্যাপের চ্যাট এমনিতেই এনক্রিপটেড থাকে। আর এবার থেকে আপনি পাসওয়ার্ডের সাহায্যেও আপনার চ্যাট ব্যাকআপ সিকিওর বা সুরক্ষিত করতে পারবেন। তবে অনলাইন ব্যাকআপের ক্ষেত্রে গুগল ড্রাইভ বা আইক্লাউডে যে তথ্য স্টোর হয়, সেটা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখার অপশন নেই। মূলত পাসওয়ার্ডের সাহায্যে ব্যাকআপ ইনক্রিপ্ট করা হলে, আপনার অনুমতি ছাড়া কেউ আপনার চ্যাট হিস্ট্রি পড়তে পারবে না।