আকাশে উড়বে ওলা’র চালকহীন ইলেকট্রনিক গাড়ি! শুরু হয়ে গিয়েছে টেস্ট ড্রাইভও

Sohini chakrabarty |

Apr 01, 2021 | 5:42 PM

ভার্টিকালি অর্থাৎ উল্লম্ব ভাবে টেক-অফ আর ল্যান্ড করতে পারে এই গাড়ি। তাই কোনও রানওয়ের প্রয়োজন নেই।

আকাশে উড়বে ওলার চালকহীন ইলেকট্রনিক গাড়ি! শুরু হয়ে গিয়েছে টেস্ট ড্রাইভও
গাড়ির সর্বোচ্চ গতি নাকি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।

Follow Us

চালকহীন ইলেকট্রিক গাড়ি। সেই গাড়ি আবার উড়বে আকাশ। এমন গাড়িই নাকি ভারতে আনতে চলেছে ওলা। শুরু হয়ে গিয়েছে টেস্ট ড্রাইভও। ওলা সংস্থার চেয়ারম্যান এবং গ্রুপ সিইও ভবেশ আগরওয়াল সম্প্রতি টুইট করে এমনটাই জানিয়েছেন। টুইটে ভবেশ লিখেছেন, ‘ভীষণ উত্তেজিত। বিশ্বের প্রথম ইলেকট্রিক ফ্লায়িং কার ওলা এয়ার প্রো- এর লুক প্রকাশ্যে এল।’

এখানেই শেষ নয়। টুইটের সঙ্গে দেওয়া হয়েছে একটি ভিডিয়ো। সেখানে এই গাড়ি তৈরির বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে মাত্র একবার চার্জ দিলেই উড়বে গাড়ি। তারপর থেকে নাকি উড়ানের সময় প্রয়োজন মতো নিজেই চার্জ হয়ে যাবে গাড়ি। এছাড়াও এটি একটি অটোনমাস ভেহিকেল। অর্থাৎ ড্রাইভার বা পাইলট লাগবে না গাড়ি চালাতে থুড়ি ওড়াতে। ভিডিয়োতে এটাও বলা হয়েছে যে, ভার্টিকালি অর্থাৎ উল্লম্ব ভাবে টেক-অফ আর ল্যান্ড করতে পারে এই গাড়ি। তাই কোনও রানওয়ের প্রয়োজন নেই।

গাড়ির সর্বোচ্চ গতি নাকি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। ভিডিয়োতে দেখা গিয়েছে, এই মডেলে কোনও প্রপেলার ব্লেডও নেই। টুইটে এই আশ্চর্য গাড়ির বর্ণনা দিয়ে ওলার তরফে লেখা হয়েছে ‘এবার সব পরিবারই উড়তে পারবে।’

আরও পড়ুন- ফরাসি সংস্থা Bugatti- র ৩০০তম Chiron মডেল যেন ‘ব্ল্যাক বিউটি’, গতিতে হার মানাবে ব্ল্যাক প্যান্থারকে

ওলার এমন অদ্ভুত গাড়ির বর্ণনা পড়ে এতক্ষণে নিশ্চয় আপনি বেশ চমকে গিয়েছেন। ভাবছেন প্রযুক্তির যে হারে উন্নতি হচ্ছে, না জানি আরও কত কী দেখতে পাবেন। অনেকে হয়তো গাড়ির দাম নিয়েও ভাবা শুরু করে দিয়েছেন। কারণ সত্যিই তো, এমন একখানা গাড়ি থাকলে কতই না সুবিধা। ভিড় রাস্তায় জ্যামে আটকানোর সমস্যা নেই। সাঁইসাঁই করে উড়ে গন্তব্যে পৌঁছন যাবে।

তবে এবার ভাবনায় একটু লাগাম দিন। আর এক ফাঁকে ক্যালেন্ডারে একবার তাকিয়ে দেখুন তো আজকের তারিখটা ঠিক কী! এবার নিশ্চিত বুঝে গিয়েছেন। ‘এপ্রিল ফুলস ডে’- তে নিতান্ত মজা করেই এই টুইট করেছেন ওলা কর্তৃপক্ষ। মনে মনে একটু রাগ হলেও ঠোঁটের ফাঁকে আলতো হাসি কিন্তু এসেই গিয়েছে আপনার।

Next Article