চিনে লঞ্চ হচ্ছে শাওমির নতুন ফোন, গ্লোবাল রিলিজ কবে? ভারতেই বা কবে আসবে এই মডেল

Sohini chakrabarty |

Mar 10, 2021 | 10:52 AM

চিনের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টো, আর ভারতীয় সময় অনুযায়ী বেলা সাড়ে এগারোটার সময় লাইভ স্ট্রিমিংয়ের সাহায্যে লঞ্চ হবে শাওমির নতুন ফোন। এখনও এই মডেলের দাম সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।

চিনে লঞ্চ হচ্ছে শাওমির নতুন ফোন, গ্লোবাল রিলিজ কবে? ভারতেই বা কবে আসবে এই মডেল
এমআই ১০ সিরিজের নতুন মডেল এমআই ১০ এস লঞ্চ করছে শাওমি।

Follow Us

এমআই ১০ সিরিজের নতুন মডেল লঞ্চ করছে শাওমি। বুধবার লঞ্চ হবে এমআই ১০এস। এর আগে এমআই ১০ সিরিজের আরও অনেক মডেল লঞ্চ হয়েছে। এম আ০১, এমআই ১০টি, এমআই ১০টি প্রো এবং এমআই ১০আই— এই মডেলগুলি ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এই সিরিজের নতুন মডেল এমআই ১০এস-এ রয়েছে Qualcomm Snapdragon 870 processor। সূত্রের খবর, এই ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর থাকতে পারে।

আরও পড়ুন- লঞ্চ হল মোটো জি৩০-মোটো জি১০ পাওয়ার, মধ্যবিত্তের সাধ্যেই রয়েছে ফোনের দাম

তবে আপাতত কেবল চিনেই লঞ্চ হচ্ছে এমআই ১০ সিরিজের নতুন মডেল এমআই ১০এস। বিশ্বজুড়ে অর্থাৎ গ্লোবাল লঞ্চ কবে হবে, কিংবা ভারতে কবে এই ফোন আসবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

ফিচার অ্যান্ড স্পেসিফিকেশন-

১। শাওমির এই ফোনে থাকবে Harman Kardon- এর ডবল স্টিরিও স্পিকার।

২। এই মডেলের ডিজাইন অনেকটা এমআই ১০ আল্ট্রা-র মতো হবে বলে শোনা গিয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকতে পারে এই ফোনে।

৩। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 870 SoC। মূলত এই প্রসেসর Snapdragon 865+ chipset- এর আপডেটেড ভার্সান।

৪। এই ফোনের ক্যামেরাতেও রয়েছে চমক। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর থাকতে পারে এমআই ১০ এস মডেলে। এছাড়াও থাকবে আরও তিনটি লেন্স। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে থাকবে হোল-পাঞ্চ কাট আউট।

৫। এই ফোনের ব্যাটার ৫ হাজার এনএ এইচ। সেই সঙ্গে থাকবে 33W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট।

চিনের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টো, আর ভারতীয় সময় অনুযায়ী বেলা সাড়ে এগারোটার সময় লাইভ স্ট্রিমিংয়ের সাহায্যে লঞ্চ হবে শাওমির নতুন ফোন। এখনও এই মডেলের দাম সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।

Next Article