চিনের পর বিশ্বের বাজার এবং ভারতেও এবার লঞ্চ হতে পারে শাওমির ফোল্ডেবল ফোন ‘এমআই মিক্স ফোল্ড’

Sohini chakrabarty |

Apr 22, 2021 | 7:44 PM

চিনে এমআই মিক্স ফোল্ডের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল

চিনের পর বিশ্বের বাজার এবং ভারতেও এবার লঞ্চ হতে পারে শাওমির ফোল্ডেবল ফোন এমআই মিক্স ফোল্ড
কবে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Follow Us

ইতিমধ্যেই ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে শাওমি। চিনে লঞ্চ হয়েছে শাওমি এমআই মিস ফোল্ড। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি এই ফোন গ্লোবাল মার্কেটে অর্থাৎ চিনের বাইরে বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ হবে। জানা গিয়েছে, গ্লোবাল এবং ইন্ডিয়ান IMEI ডেটাবেসে এমনই আভাস পাওয়া গিয়েছে।

টিপস্টার মুকুল শর্মার একটি টুইট থেকে আরও জোরদার হয়েছে জল্পনা। মুকুলের দাবি শাওমি এমআই মিক্স ফোল্ড গ্লোবাল IMEI ডেটাবেসে দেখে গিয়েছে। এই ফোনের মডেল নম্বর M2011J18G। জানা গিয়েছে, এই ‘G’- এর অর্থ হল গ্লোবাল। এর থেকেই প্রমাণ হচ্ছে যে চিনের পর এবার গ্লোবাল মার্কেটেও আসতে চলেছে শাওমির ফোল্ডেবল ফোন। অন্যদিকে মুকুলের আরও দাবি, ভারতীয় IMEI ডেটাবেসেও তালিকায় রয়েছে শাওমির এই অত্যাধুনিক ফোন। যদিও কবে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

চিনে এমআই মিক্স ফোল্ডের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল মার্চ মাসের শেষে। অনুমান বিশ্বের এবং ভারতের বাজারেও একই কনফিগারেশনে পাওয়া যাবে শাওমির ফোল্ডেবল ফোন।

শাওমি এমআই মিক্স ফোল্ড ফোনের বিভিন্ন ফিচার-

১। এই ফোনে রয়েছে এজ টু এজ ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে বটম সেলফি ক্যামেরা। এই ফোনে রয়েছে ২কে স্ক্রিন। এছাড়াও থাকছে ডেস্কটপ মোড।

২। ফোল্ডেবল এই ফোনে রয়েছে দুটো স্ক্রিন। আউটার স্ক্রিনের ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি। এখানে রয়েছে AMOLED panel। ইনার ফোল্ডিং স্ক্রিনের ৮.০১ ইঞ্চি। সঙ্গে থাকছে WQHD resolution।

৩। এই ফোনের ফুল ডেস্কটপ মোডের ক্ষেত্রে একাধিক রিসাইজ করা যায় এমন উইন্ডোজ ব্যবহার করা যাবে।

৪। ইউ শেপের এই ফোনে রয়েছে ৫জি এনাবেল Snapdragon 888 chip। সেই সঙ্গে থাকছে ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম। এছাড়াও থাকছে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ। এই ফোনের ব্যাটারি 5020mAh। তার সঙ্গে থাকছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ারলেস চার্জিংয়ের অপশন নেই এই ফোনে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল রিয়েলমির ৫জি ফোন, দেখে নিন রিয়েলমি ৮ ৫জি ফোনের দাম এবং ফিচার

৫। এই ফোনের ক্যামেরাতেও রয়েছে অত্যাধুনিক ফিচার। ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং HM2 মেন সেনসরের সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল জুম সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এর সঙ্গে রয়েছে কোয়াড স্টিরিও স্পিকার এবং ‘বাটারফ্লাই’ কুলিং সিস্টেম।

Next Article